সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বই প্রকাশিত

অনুষ্ঠানের একাংশছবি: আয়োজকদের সৌজন্য

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের অভিবাসন নিয়ে লেখা বই ‘আওয়ার স্টোরি’র মোড়ক উন্মোচিত হয়েছে। সম্প্রতি এ উপলক্ষে সিডনির গ্ল্যানউড হাবে একটি অনুষ্ঠানে স্থানীয় শতাধিক প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। সংকলিত এই বইটিতে বাংলাদেশ থেকে এসে অস্ট্রেলিয়ায় বসতি গড়া বিভিন্ন প্রবাসী বাংলাদেশিদের বলা গল্প উঠে এসেছে। বইটি প্রকাশ ও সম্পাদনা করেছেন মোস্তফা আব্দুল্লাহ ও আব্দুর রাজ্জাক।

বইয়ের মোড়ক
ছবি: আয়োজকদের সৌজন্য

বইটির প্রকাশে অর্থায়ন করে সিডনির প্রাথমিক স্বাস্থ্যের সংগঠন ওয়েন্টওয়েস্ট এবং সার্বিক সহযোগিতায় ছিল দাতব্য সংস্থা এসটিএআরটিটিএস এবং কিপিং ইন কন্টাক্ট। অনুষ্ঠানে আসা অতিথিরা এই প্রবাসে নতুন প্রজন্মের জন্য এ ধরনের অনুপ্রেরণামূলক গল্প সংকলন প্রকাশ ও উদ্যোগের প্রশংসা করেন।
*দূর পরবাসে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]