সিডনিতে প্রবল বৃষ্টি ও বন্যা, নিহত ৪

সিডনিসহ রাজ্যের বিভিন্ন স্থানে পানি বন্দি হয়ে পড়েছেন বাসিন্দারা।
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার অন্যান্য রাজ্যসহ নিউ সাউথ ওয়েলস রাজ্যে গত কয়েক দিনের প্রবল বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে। সিডনিসহ রাজ্যের বিভিন্ন স্থানে পানিবন্দী হয়ে পড়েছে বাসিন্দারা। সিডনিতে চার জন মারা গেছেন।

এদিকে রাজ্যের লিজমোর এলাকায় একটি নদীর পাড় ভেঙে গোটা এলাকা প্লাবিত হয়ে গেছে। রেকর্ড পরিমাণ এ বৃষ্টিতে সৃষ্ট বন্যায় গোটা দেশে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর এসেছে। নিখোঁজ রয়েছে আরও অনেকে। নদীর পাড় ভেঙে প্রায় ১৫ মিটার পানি বেড়ে গেছে এলাকায়। সিডনিসহ নিউ সাউথ ওয়েলস রাজ্যে ফ্ল্যাশ ফ্লাডিং আশঙ্কা রয়েছে বলে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়া চলতি সপ্তাহজুড়েও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। তবে রাজ্যজুড়ে বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের যেকোনো সময় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হতে পারে বলে সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। এ জন্য বাসিন্দাদের সহযোগিতা কামনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডমিনিক পেরোটেট। এদিকে রাজ্যের বিভিন্ন প্রধান সড়ক ইতিমধ্যে বন্যার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে।