সিডনিতে নির্বাচনী কার্যক্রম শুরু

অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটি নেতাদের সঙ্গে ছায়ামন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস ও সাংসদ যডি ম্যাকে
অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটি নেতাদের সঙ্গে ছায়ামন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস ও সাংসদ যডি ম্যাকে

অস্ট্রেলিয়ায় আর কয়েক মাসের পরেই শেষ হতে চলেছে বর্তমান ম্যালকম টার্নবুল সরকারের মেয়াদ। আগামী বছরের প্রথম দিকে অনুষ্ঠিত হবে দেশটির ৪৬তম জাতীয় নির্বাচন। এরই মধ্যে অস্ট্রেলিয়ার নির্বাচনের দিনগণনা শুরু হয়ে গেছে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৭ মে) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির বিরোধী দল অস্ট্রেলিয়ান লেবার পার্টির পক্ষ থেকে নির্বাচনী তহবিল সংগ্রহের জন্য সিডনিতে এক নৈশভোজের আয়োজন করা হয়। সিডনির বারউডের একটি ক্লাবে লেবার পার্টির পক্ষ থেকে এ অনুষ্ঠান আয়োজন করেন স্ট্রাটফিল্ড সংসদীয় এলাকার সাংসদ যডি ম্যাকে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবকাঠামো ও আঞ্চলিক উন্নয়ন এবং পর্যটন ছায়ামন্ত্রী সাংসদ অ্যান্থনি অ্যালবানিস।
অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার মূলধারার রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরাও আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন।
নির্বাচনী তহবিল সংগ্রহের অনুষ্ঠানে বক্তারা তাদের বিভিন্ন পরিকল্পনার কথা জানান। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।