সিডনিতে করোনায় আক্রান্ত অনেক বাংলাদেশি
অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ তুলনামূলকভাবে অনেক বেড়েছে। এর মধ্যে প্রবাসী বাংলাদেশিরাও আক্রান্ত হয়েছেন অনেক। আর এই আক্রান্ত প্রবাসী বাংলাদেশিদের বেশির ভাগই বসবাস করেন অস্ট্রেলিয়ার প্রধান সিডনিতে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তির খবর পাওয়া যায়নি। তবে বেশির ভাগেরই সাধারণ জ্বর-সর্দি-কাশি হয়ে আবার সুস্থ হয়ে উঠছেন। এ ছাড়া সিডনির বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোয়ও করোনায় সংক্রমণের হার বেশি।
এর আগে দেশটিতে এত বাংলাদেশি করোনায় আক্রান্ত হননি। ২০২০ সালের জুলাইয়ে সিডনিতে প্রথম একজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনার পূর্ববর্তী ধাপগুলোতেও স্বল্পসংখ্যক বাংলাদেশির আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছিল। অস্ট্রেলিয়াজুড়ে এখন ছয় লাখের বেশি করোনায় আক্রান্ত ব্যক্তি রয়েছেন।