সিডনিতে একুশে বইমেলা ২০ মার্চ

অনুষ্ঠানের প্রচারপত্রছবি: সংগৃহীত

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও আয়োজিত হতে যাচ্ছে একুশে বইমেলা ২০২২। আগামী ২০ মার্চ সিডনির অ্যাশফিল্ড পার্কে দিনব্যাপী চলবে এ বইমেলা। মেলার আয়োজক সংগঠন একুশে একাডেমি অস্ট্রেলিয়া বাংলাদেশের ফেব্রুয়ারি মাসজুড়ে চলা বইমেলার আদলে দীর্ঘদিন ধরে প্রতিবছরই দিনব্যাপী একুশে বইমেলার আয়োজন হয়ে আসছে সিডনির অ্যাশফিল্ড পার্কে। একই দিনে সকাল ৯টায় প্রভাতফেরির আয়োজন থাকছে।

দিনভর মেলায় থাকছে মহান ভাষা আন্দোলনের স্মরণে নানান আয়োজন। মেলার মূল আয়োজনে দেশি-প্রবাসী বিভিন্ন লেখকের বই নিয়ে বসবে নানান বইয়ের স্টল। এ ছাড়া মেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া ১ ফেব্রুয়ারি থেকে অমর একুশে উপলক্ষে রক্তদান কর্মসূচিও আয়োজন করা হয়, যা চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত। প্রভাতফেরিতে ও অমর একুশে বইমেলায় সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন একুশে একাডেমি অস্ট্রেলিয়ার সভাপতি প্রকৌশলী আবদুল মতিন।