সিডনিতে এক সপ্তাহের লকডাউন, আক্রান্ত ২২

সিডনিতে এক সপ্তাহের লকডাউন।
ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান শহর সিডনিতে লকডাউন দেওয়া হয়েছে। করোনাভাইরাসের বাড়তি সংক্রমণ ঠেকাতে গতকাল শুক্রবার দুপুর থেকে এ লকডাউনের ঘোষণা দিয়েছে নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকার। সিডনির বেশ কয়েকটি এলাকায় এ লকডাউন চলবে আগামী ২ জুলাই পর্যন্ত মধ্যরাত পর্যন্ত।

লকডাউনের আওতায় আসা প্রধান কাউন্সিল এলাকার মধ্যে থাকছে সিডনি সিটি কাউন্সিল, রেন্ডউইক, ওয়েভারলি ও উলারা। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। গতকাল শুক্রবার পর্যন্ত নতুন করে ২২ জনের করোনা শনাক্তের পর উল্লিখিত এলাকায় লকডাউনের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এ ছাড়া সিডনির অন্যান্য এলাকায় সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান বাধ্যতামূলকসহ অন্যান্য স্বাস্থ্যবিধিও জারি করা হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৪০৮ জন, নতুন আক্রান্ত মানুষের সংখ্যা ৩০।