সিঙ্গাপুরে বিডিচ্যামের ৯ম এজিএম অনুষ্ঠিত
দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরের বাঙালি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের (বিডিচ্যাম) ৯ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সিঙ্গাপুরের কিচেনার রোডের পার্ক রয়েল হোটেলে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয় এ সভা। সভায় সভাপতিত্ব করেন সহসভাপতি মনিরুজ্জামান রহিম।
সভার শুরুতে বার্ষিক রিপোর্ট পেশ করেন বিডিচ্যামের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আসাদ মামুন। এরপর চেম্বারের সার্বিক পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন বিডিচ্যামের সাবেক নেতারা।
সভার দ্বিতীয় পর্বে পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২২-২৪ সালের পরিচালনা পর্ষদের জন্য নির্বাচনে ১৩ জন সর্বোচ্চ ভোটে বিজয়ী হন।
নির্বাচিত ব্যক্তিরা হলেন মো. মাহাবুব আলম, আবু সায়েম আজাদ, ইশতিয়াক আহমেদ, মো. মনিরুজ্জামান, ফিরোজ আহমেদ চৌধুরী, আমানুল ইসলাম, মো. সাহেদুজ্জামান, আসাদ মামুন, মো. শামসুর রহমান, মোহাম্মদ হোসেন, আলী মোস্তফা, মোহাম্মদ আশরাফুর রহমান খান ও জাহেদুল কবির। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিশনার আবু সুজা মোহাম্মদ শরিফুজ্জামান ও সামীউল্লাহ সামী।
পরদিন মঙ্গলবার বিডিচ্যাম অফিসে পরিচালক কমিটির সভায় আগামী দুই বছরের জন্য সভাপতি, সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের (বিডিচ্যাম) ২০২২-২৪ সালের পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সভাপতি মো. সাহেদুজ্জামান, সহসভাপতি মো. মনিরুজ্জামান, সহসভাপতি আমানুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু সায়েম আজাদ, কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ চৌধুরী, সহকারী কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসেন এবং পরিচালনা কমিটির সদস্যরা হলেন মো. শামসুর রহমান, মাহাবুব আলম, আলী মোস্তফা, মোহাম্মদ আশরাফুর রহমান খান, জাহেদুল কবির, মোহাম্মদ তুহিন ও সাব্বির হাসান।