সিঙ্গাপুরে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

স্ট্রেইটস টাইমস
স্ট্রেইটস টাইমস

নগররাষ্ট্র সিঙ্গাপুরে জাহাজ নির্মাণ সাইটে একটি ফর্ক লিফটের আঘাতে জিল্লুর রহমান (৩০) নামের এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। গত রোববার (২৬ মে) এ দুর্ঘটনা ঘটে।

পরদিন সোমবার সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়ের (এমওএম) এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার সময় এই বাংলাদেশি শ্রমিক বিনয় রোডে এশিয়া প্যাসিফিক শিপইয়ার্ডে কাজ করছিলেন। আরেকজন ভারতীয় কর্মী স্লিপওয়ের পাশে একটি ফর্ক লিফট দিয়ে রঙের মালামাল বহন করছিলেন। তিনি ফর্ক লিফটের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে। ফর্ক লিফট স্লিপওয়েতে ঢুকে পড়ে জিল্লুর রহমানকে আঘাত করে। দুর্ঘটনায় পর জিল্লুরকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এমওএম জানায়, জিল্লুর রহমান চেই জু মেরিন প্রাইভেট লি. কোম্পানির কর্মী ছিলেন। চেই জু মেরিন প্রাইভেট লি. কোম্পানি তাঁকে আউট সোর্সিং কর্মী হিসেবে এশিয়া প্যাসিফিক শিপইয়ার্ডে কাজে পাঠায়। এই ঘটনায় সিঙ্গাপুর পুলিশ ভারতীয় কর্মী রাজেন্দ্রকে (৪৩) গ্রেপ্তার করেছে। এমওএম ও সিঙ্গাপুর পুলিশ ঘটনা তদন্ত করছে এবং এশিয়া প্যাসিফিক শিপইয়ার্ডে সব কাজ বন্ধ রয়েছে।

তথ্যসূত্র: সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমস