সিউলে পিঠা উৎসব ও কবিতার আসর
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব ও কবিতা আসর। গত রোববার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ দূতাবাসের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
পিঠা উৎসবে প্রায় ২০ ধরনের দেশীয় পিঠা প্রদর্শন করা হয়।
বিদেশি অতিথি কূটনীতিক ও প্রবাসী বাংলাদেশিরা এতে অংশগ্রহণ করেন। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে অনুষ্ঠান পরিপূর্ণ রূপ পায়।
দূতাবাস পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের কবিতা পাঠ ও গান পরিবেশনায় বর্ণিল এক সন্ধ্যায় রূপ নেয়।
বিদেশের মাটিতে হরেক রকম দেশীয় পিঠা উপভোগ করার পাশাপাশি অতিথিরা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের ভূয়সী প্রশংসা করেন প্রাণখুলে। অনুষ্ঠানে রাষ্ট্রদূতও কবিতা আবৃত্তি করেন। তাঁর আবৃত্তি সবাই উপভোগ করেন।