সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে দক্ষিণ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সভা

বাংলাদেশে দুর্গাপূজার সময় হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ে (ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনা) অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা শান্তিপূর্ণ প্রতিবাদ সভা করেন। ৪ নভেম্বর স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত এ প্রতিবাদ সভা হয়।

বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (বিএসএ) উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ সভায় প্রায় ২৫ জন শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাংলাদেশিরাও যোগ দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের সংগঠন গ্র্যাজুয়েট স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এ শান্তিপূর্ণ প্রতিবাদ সভার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
প্রতিবাদ সভায় শিক্ষার্থীরা বিভিন্ন পোস্টার প্রদর্শন করেন—‘সাম্প্রদায়িকতা নিপাত যাক’, ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’, ‘হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসে কোন জন হে, কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মা’র’, ‘মন্দিরে হামলা বন্ধ করো’।

আয়োজকেরা বলেন, ‘যে মূলনীতির ওপর ভিত্তি করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এই সহিংসতা সেই অসাম্প্রদায়িক বাংলাদেশের ওপর আঘাতস্বরূপ। এ জন্য আমরা এই প্রতিবাদ সভার আয়োজন করেছি।’

*লেখক: রজত দাশগুপ্ত, পিএইচডি শিক্ষার্থী, দক্ষিণ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয় ও সভাপতি, বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন।