সাউথ জার্সিতে জাগরণীর দুর্গোৎসব

পূজামণ্ডপে শিশু-কিশোরদের পরিবেশনা
পূজামণ্ডপে শিশু-কিশোরদের পরিবেশনা

নিউজার্সি অঙ্গরাজ্যের সাউথ জার্সিতে জাগরণী কালচারাল সোসাইটি ইনক-এর উদ্যোগে দক্ষিণ পোমনা রোডের হিন্দু জৈন মন্দিরে সর্বজনীন দুর্গোৎসব উদ্‌যাপিত হয়েছে। ২৫ ও ২৬ অক্টোবর রোববার ও সোমবার দুর্গোৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পূজার্চনা, পুষ্পাঞ্জলি, মহাপ্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংগীত পরিবেশনা
সংগীত পরিবেশনা

সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী এস ডি রুবেল, প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পী চন্দন চৌধুরী ও অনুপ দাশ সংগীত পরিবেশন করেন। এ ছাড়াও সংগীত পরিবেশন করে পপি দাশ গুপ্ত, জয়া রায়, উমা চৌধুরী, কাজল রাউথ, নৃত্য পরিবেশন করে অন্বেষা, শিবা বিথিকা, স্নিগ্ধা, নোয়েল।
সাংস্কৃতিক অনুষ্ঠানের গ্রন্থনা ও পরিচালনায় ছিলেন শম্পা চক্রবর্তী।

পূজামণ্ডপে ভক্তরা
পূজামণ্ডপে ভক্তরা

আবৃত্তি ও পাঠে অংশ নেন শম্পা চক্রবর্তী, সুজয় দাশ গুপ্ত, অমূল্য রতন চৌধুরী, পল্লব সরকার ও গোপাল ঘোষ। তবলায় সহযোগিতা করেন রানা দাশ।
সার্বিক সহযোগিতায় ছিলেন পল্লব সরকার, ড্যানিয়েল ধর, লিটন ধর, বিউটি দাশ ও দীপ্তি সরকার।
দুর্গোৎসবে বাড়তি পাওনা ছিল গোপাল ঘোষের পরিবেশনায় মনোগ্রাহী সন্ধ্যারতি। দুর্গোৎসবের মঞ্চসজ্জা ছিল বেশ নান্দনিক।
দুই দিনব্যাপী এই দুর্গোৎসবে সাউথ জার্সিতে বসবাসরত সকল ধর্ম-বর্ণের সম্মিলন ঘটায় উদ্যোক্তাদের অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ ঘটে যা এই সুদূর প্রবাসে বেশ প্রশংসনীয়।
সংগঠনের সভাপতি উত্তম চৌধুরী ও সাধারণ সম্পাদক কনক রাউথ দুর্গোৎসবকে সফল ও সার্থক করার জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।