সরকার গঠন করতে যাচ্ছেন ট্রুডো, জেতেনি কোনো বাংলাদেশি

নির্বাচনের ফলের পর জাস্টিন ট্রুডো
ছবি: এএফপি

কানাডায় আবার মাইনরটি সরকার গঠন করতে যাচ্ছে জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি। তারা এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৪৪টি আসন পেয়েছে, এগিয়ে আছে ১৩টি আসনে। ধারণা করা হচ্ছে তারা ১৫৭টি আসন পাবে। কনজারভেটিভ পার্টি ১১৬টি আসন পেয়েছে, তারা আরও ৩টি আসনে এগিয়ে আছে। ধারণা করা হচ্ছে তারা ১১৯টি আসন পাবে। এককভাবে সরকার গঠন করতে ১৭০টি আসনের প্রয়োজন হয়। ধারণা করা হচ্ছে তারা এনডিপির সমর্থন নিয়ে সরকার গঠন করবে। এনডিপি ৩৪টি আসন পাবে।

কানাডার পার্লামেন্ট নির্বাচনে এবারও কোনো বাংলাদেশি কানাডিয়ান নির্বাচিত হতে পারেননি। এবারের নির্বাচনে সবচেয়ে বেশি মোট আটজন বাংলাদেশি প্রার্থী চারটি প্রধান দল থেকে নির্বাচন করলেও কেউ জিততে পারেননি।

অন্টারিও প্রভিন্সের ওশোয়া আসন থেকে লিবারেল পার্টির আফরোজা হোসাইন ১২ হাজার ৯৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। একই আসনে গ্রিন পার্টির আরেক বাংলাদেশি প্রার্থী সনি মীর ১ হাজার ৮২ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। এখানে কনজারভেটিভ প্রার্থী কলিন ক্যরিয়ার ২০ হাজার ৮৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

স্ত্রী–সন্তান নিয়ে নির্বাচনের ফল টেলিভিশনে দেখছেন জাস্টিন ট্রুডো
ছবি: এএফপি

অন্টারিও প্রভিন্সের স্কারব্রোও আসন থেকে কনজারভেটিভ পার্টির মহসিন ভূঁইয়া ৮ হাজার ১৬৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। এই আসন থেকে লিবারেল পার্টির প্রার্থী বিল ব্লাআর ২২ হাজার ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আলবার্টা প্রভিন্সের নয়েসে হিল থেকে খালিস আহমেদ ৮ হাজার ৭৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এ আসন থেকে কনজারভেটিভ পার্টির রেম্পেল গার্নার ২৬ হাজার ৯০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আলবার্টা প্রভিন্সের ক্যালগারি কনফেডারেশন থেকে এনডিপির গুলশান আক্তার ৯ হাজার ৭৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এই আসন থেকে কনজারভেটিভ পার্টির লেন ব্লেআর ২৪ হাজার ১১১ ভোট পেয়ে নির্বাচিত হন।

অন্টারিও প্রভিন্সের স্কারব্রোও সেন্টার থেকে ফাইয়াজ কামাল ৩ হাজার ৮৭০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এই আসনে লিবারেল পার্টির সালমা জাহিদ ১৬ হাজার ৩৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ব্রিটিশ কলম্বিয়ার সরে নিউটন প্রভিন্স থেকে কনজারভেটিভ পার্টির প্রার্থী সৈয়দ মহসিন ৪ হাজার ৪১৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এই আসনে লিবারেল পার্টির সুখ ডালিয়াল ১৫ হাজার ৫৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্টারিও প্রভিন্সের নায়াগ্রা ওয়েস্ট থেকে নামির রহমান ৬ হাজার ৮২৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এ আসন থেকে কনজারভেটিভ পার্টির ডিয়ান এলিসন ২৪ হাজার ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন