সবজান্তা

আমি সবজান্তা আবুল,

যে যা বলে বলুক মোরে,
কাজের চেয়ে আকাম করতে
করি না যে ভুল।

লিখতে জানি, পড়তে জানি,
জানি আরও বলা!
সুযোগ বুঝে ধরতে জানি
ভদ্রলোকের চলা।

ভাবখানা মোর এমন করি
জানি অনেক কিছু,
জিজ্ঞেস করলে নীরব থাকি
করে মাথা নিচু।

নিজের স্বার্থে করি সব
পেতে নতুন কিছু,
প্রয়োজনে হাত-পা ধরি
মাথাও করি নিচু।

জায়গামতো খোলস পাল্টাই
ধরি নানা ছল,
সুযোগ বুঝে বলে ফেলি
এটাই আমার দল।

বামে গেলে বলি আমি
আছি তোমাদের দলে,
ডানে গেলে বোঝায় তাদের
ওই সব করলাম ছলে।

আমার মতো এমন আবুল
এ দেশেতে নেই,
সুযোগ বুঝে ধান্ধা করি,
প্রতিযোগিতায় নেই।

(লেখক সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিপ্রবাসী)