নিউইয়র্কে বাংলা নাটক
সুখানুভূতি একেক জনের একেক রকম। কেউ অল্প পেয়ে সুখী, কেউ বাহুল্যে; কেউ বা আবার কিছু না পেয়েও ততোধিক সুখী। আমরা সবাই সুখী। তবু সুখ খুঁজে ফিরি। এ বোধ করি বিলাস; সুখবিলাস। সুখের সাহচর্যে সুখকে অনুধাবন করা হয় না সহসা। সুখ নিজের মতোই থাকে। মানুষই তাকে নিজেদের প্রয়োজনে নানান আদলে ধারণ করে। সুখ নিভৃতে আসে। মেটায় মনের আশ। সুখ অনুভব-উচ্ছ্বাস; তাইতো আমাদের সুখ সুবাসে বাস।
এমন কাহিনি নিয়ে আগামী ৭ ডিসেম্বর রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় নিউইয়র্কের পিএস ২৩৪ মিলনায়তনে (৩০-১৫, ২৯ স্ট্রিট, এস্টোরিয়া) পরিবেশিত হবে শব্দ রিসাইটেশন ইনস্টিটিউট অ্যান্ড কালচারাল মিডিয়া ইনক, নিউইয়র্কের ১৭তম প্রযোজনা ইভান চৌধুরী রচিত ও নির্দেশিত সুখ সুবাসে বাস (আবৃত্তি, নৃত্য ও সংগীত সমন্বিত পরিবেশনা)।
দর্শনীবিহীন এই নাটক দেখার জন্য নিউইয়র্কপ্রবাসী বাংলাদেশিদের সাদর আমন্ত্রণ।
শফিকুল ইসলাম
আশরাফুল এইচ চৌধুরী
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র