১৯১৭ সালে লেনিনের নেতৃত্বে নভেম্বর বিপ্লবের সাফল্য ও তাঁর সংগ্রামী কর্মকাণ্ড বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে মার্কসবাদী চেতনায় উদ্বুদ্ধ করেছিল। এ বছর তাঁর জন্মের দেড় শ বছর পালিত হচ্ছে পৃথিবীর সর্বত্র। কিন্তু পালিত হচ্ছে এমন এক সময়ে, যখন সমগ্র বিশ্বে করোনাভাইরাস অতিমারির চেহারা নিয়েছে। চার লক্ষাধিক মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে এই ভাইরাস। ভয়াবহ হয়ে ওঠা এ ভাইরাসই সমাজ, রাষ্ট্র ও সর্বোপরি গোটা বিশ্বব্যবস্থার অন্দর ও বাইরের আবরণটাকে উন্মুক্ত করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পুঁজিবাদী ব্যবস্থার মুমূর্ষু চেহারাটিকে। সবাই কমবেশি বুঝতে পারছেন পুঁজিবাদের নামে এত দিনের ফুলে ফেঁপে ওঠা বিশ্ব ব্যবস্থাটা আসলে রোগাক্রান্ত। পচন ধরেছে তার শরীরে। এই ব্যবস্থাকে বাতিল করা ছাড়া পথ নেই।
অতি ক্ষমতাধর দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থার বিপর্যয়, কর্ম সংকোচন, নাগরিক নিরাপত্তার অভাব, বাজারে চাহিদা নেমে আসা—এসবই বলে দিচ্ছে বিপুল বিত্তের অধিকারী হলেও একই সঙ্গে বিশ্বের শ্রমজীবী মানুষ নিদারুণ বৈষম্যের শিকারে পরিণত হয়েছে। কেন এমন হলো তা বুঝতে অনেকেই এখন মার্কসের ’ক্যাপিটাল’ বা লেনিনের ’সাম্রাজ্যবাদ’ নিয়ে নাড়াচাড়া করছেন। অথচ উন্নত পুঁজিবাদী দেশগুলোতে একদা কান পাতলে শোনা যেত ব্যবস্থা হিসেবে শেষ পর্যন্ত টিকে থাকবে নাকি পুঁজিবাদ। আর কথায় কথায় মার্কস-অ্যাঙ্গেলস-লেনিনের গালে চুনকালি মেখে দেওয়াটা ছিল তার একটা বনিয়াদি অভ্যাস।
অনেকেরই মনে পড়বে, রক্ষণশীল ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার বাজার অর্থনীতির ধুয়ো তুলে বলেছিলেন, ‘দেয়ার ইজ নো অলটারনেটিভ।’ উদ্বাহু রিগ্যান বলেছিলেন, ‘সরকার কোনো সমাধান নয়, বরং সমস্যা...।’ ভেঙে ফেলা বার্লিন দেয়ালের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে ফ্রান্সিস ফুকুয়ামার ঘোষণা ছিল—ইতিহাসের অবসান ঘটেছে, পুঁজিবাদই নির্বিকল্প সত্য।
এই অবস্থায় করোনার আবহে প্রতিবাদের নতুন পথের যেমন সন্ধান চলছে, তেমনি আওয়াজ উঠছে—সমাজতন্ত্রই বিকল্প। আবার নতুন করে উঠে আসছে মার্কস, অ্যাঙ্গেলস ও লেনিনের নাম। দু শ বছর, দেড় শ বছর পরও আজও একই রকম উজ্জ্বল এই ত্রয়ী।
এখনো যারা পুঁজিবাদের স্বাভাবিক ছন্দ ফিরে আসার স্বপ্নে মশগুল হয়ে লকডাউন ও ভাইরাসকেই দুষছেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। পুঁজিবাদের পচন ধরেছে বহু আগে। তার স্বর্গ ইউরোপ ও আমেরিকা ১৯৩০-এর দশকের মন্দাকে ম্লান করে দিয়ে ভয়ংকরতম সংকটে হাবুডুবু খাচ্ছিল। ২০০৮ সালের মন্দায় তা প্রকট হয়েছে। করোনাভাইরাসজনিত আবহে উন্মুক্ত হয়েছে, তার বিবর্ণ এই চেহারা। সমাজতন্ত্রের বিপর্যয়ের পর ১৯৯১ সালে মার্কিন প্রেসিডেন্ট বুশ সাহেবের ঘোষণা ছিল, ‘এ বছর কমিউনিজমের মৃত্যু ঘটেছে। ঈশ্বরের আশীর্বাদে আমেরিকা ঠান্ডা লড়াইয়ে জিতেছে। যে বিশ্ব একদা দুটি সশস্ত্র শিবিরে বিভক্ত ছিল, আজ তারা একটি শক্তিকেই প্রাধান্যের স্বীকৃতি দিয়েছে—সেটি মার্কিন যুক্তরাষ্ট্র। পশ্চিমের নেতা থেকে আজ আমরা বিশ্বের নেতা।’
সেই নেতৃত্ব আজ প্রশ্নের মুখে। আজ নিজের দেশেই জনরোষ থেকে বাঁচতে আমেরিকার প্রেসিডেন্টকে বাংকারে চলে যেতে হচ্ছে প্রাণের তাগিদে।
ঘুরে দাঁড়ানোর মরিয়া প্রয়াস চালিয়ে আজও কিছুকাল হয়তো আর্থিক ও রাজনৈতিক স্থিতি বজায় রাখা সম্ভব হবে পুঁজিবাদের। কিন্তু তার স্বাভাবিক ও মৌলিক দ্বন্দ্ব, উৎপাদন সম্পর্কে ও উৎপাদিকা শক্তির মধ্যেকার দ্বন্দ্ব নিরসনের অপারগতার সংকট থেকে তার মুক্তি নেই। এই সময়ে আমেরিকা যখন কাঁপছে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে বিক্ষোভে, নিউইয়র্কের একটি অঞ্চল থেকে সরিয়ে ফেলা লেনিন মূর্তিকে ফের বসানো হয়েছে আরেকটি অঞ্চলে। ১৮ ফুটের এই মূর্তির পুনঃপ্রতিষ্ঠা প্রতীকী। তবে ইঙ্গিত করছে, লেনিন বাঁচতেই থাকবেন এবং এমনকি পুঁজিবাদের কেন্দ্রেও।