লিবিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

ছবি: দূতাবাসের সৌজন্য

ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস ‘বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে।

দিবসটি উদ্‌যাপনের জন্য দূতাবাস থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় এবং দূতাবাস প্রাঙ্গণকে বর্ণিল সাজে সাজানো হয়। ১৭ মার্চ সকালে সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের সঙ্গে লিবিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশ কমিউনিটির উপস্থিত সদস্যদের সঙ্গে নিয়ে দূতাবাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।

ছবি: দূতাবাসের সৌজন্য

অনুষ্ঠানমালার পরবর্তী পর্যায়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের তাৎপর্যের ওপর আলোচনা সভা হয়। পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। এরপর রাষ্ট্রদূত দূতাবাসে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন দূতাবাসের কর্মকর্তা ও কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে ত্রিপোলির বাংলাদেশ কমিউনিটি স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এরপর বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রবাসী শিশু-কিশোরদের অংশগ্রহণে দূতাবাস কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাষ্ট্রদূতের স্ত্রী রেহানা ইয়াসমিন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে রাষ্ট্রদূত শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটেন। দিবসটি পালন উপলক্ষে দূতাবাস আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানমালায় ত্রিপোলিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকেরা তাঁদের পরিবার–পরিজনসহ উপস্থিত ছিলেন। পরিশেষে দূতাবাসের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।