লিবিয়ায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
যথাযথ মর্যাদার সঙ্গে লিবিয়ার বাংলাদেশ দূতাবাসে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস। জাতীয় পতাকা উত্তোলন এবং অর্ধনমিত করার মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সেলর (শ্রম) গাজী মো. আসাদুজ্জামান কবির, কাউন্সেলর (রাজনৈতিক) কাজী আসিফ আহমেদসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা, বাংলাদেশ কমিউনিটির সদস্য এবং আমন্ত্রিত প্রবাসীরা।
রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পাশাপাশি রাষ্ট্রদূতের রেহানা ইয়াসমিনের নেতৃত্বে দূতাবাস মহিলা সমিতিও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।
মূল অনুষ্ঠানে একে একে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করা হয়। এ ছাড়া বক্তারা ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, গুরুত্ব এবং জাতীয় জীবনে এর প্রভাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মতামত তুলে ধরেন। এরপর ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী সবার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে এবং সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।