লাকী আখান্দের পাশে টরন্টোর শিল্পী সমাজ

লাকী আখান্দ্‌
লাকী আখান্দ্‌

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত সংগীতশিল্পী লাকী আখান্দের পাশে দাঁড়াচ্ছেন টরন্টোর শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা লাকী আখান্দের চিকিৎসাসেবার জন্য অর্থ সংগ্রহ করতে আগামী ৩০ জুলাই টরন্টোর শিল্পীরা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছেন। অনুষ্ঠানটির সংগীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন খ্যাতনামা শিল্পী আশিকুজ্জামান টুলু।

দর্শকদের জন্য টিকিট ধার্য করা হয়েছে ন্যূনতম ২৫ ডলার আর শিল্পীদের জন্য ৫০ ডলার। ন্যূনতম ৫০০০ ডলার তহবিল সংগ্রহ লক্ষ্য নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

প্রিয় শিল্পীর চিকিৎসাসেবায় তহবিল সংগ্রহের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে টরন্টোর শিল্পীরা বিনা পারিশ্রমিকে কেবল গানই গাইবেন না, তাঁরা প্রত্যেকে নির্দিষ্ট হারে আর্থিক সহায়তাও দেবেন। গ্র্যান্ড প্যালেস কনভেনশন সেন্টারের কর্ণধার শামীম চৌধুরী বিনা ভাড়ায় তাঁর কনভেনশন সেন্টারটি এ জন্য ব্যবহার করতে দিয়েছেন।

অনুষ্ঠান বা শিল্পীর জন্য আর্থিক সহায়তা সংক্রান্ত যে কোনো বিষয়ে শারমিন শর্মী (ফোন ৬৪৭-৯৭৯-২০১৬) বা ফারজানা চৌধুরী বিন্দুর (ফোন ৪১৬-৮৩৭-১৭৮৩) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
মানবিকতার হাত বাড়িয়ে জনপ্রিয় সংগীত শিল্পী লাকী আখান্দের পাশে দাঁড়াতে কমিউনিটির সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে টরন্টোর শিল্পী সমাজ।