লস অ্যাঞ্জেলেসে জেলহত্যা দিবস পালিত

মঞ্চে প্রধান অতিথি ও সভাপতি
মঞ্চে প্রধান অতিথি ও সভাপতি

বিনম্র ও গভীর শ্রদ্ধার সঙ্গে লস অ্যাঞ্জেলেসে জেলহত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য আওয়ামী লীগের আয়োজনে ২ নভেম্বর সন্ধ্যায় স্থানীয় অলিম্পিক পুলিশ স্টেশন অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ইংলিশ চ্যানেল বিজয়ী সাঁতারু মোশাররফ হোসেন খান। সভাপতিত্ব করেন মিজানুর রহমান শাহীন। জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মিয়া আবদুর রব।

আলোচনা সভায় আগত অতিথিরা
আলোচনা সভায় আগত অতিথিরা


বক্তারা স্বাধীনতা অর্জনে জাতীয় এই চার নেতার সুযোগ্য নেতৃত্বের নেপথ্য অনেক তথ্য তুলে ধরেন। যা বর্তমান প্রজন্মের কাছে একেবারেই অজানা ছিল। আল আমীন ওরফে বাবু, ফিরোজ আলম, ইলিয়াস আলী, শওকত চৌধুরী, সাইফুল আলম চৌধুরী প্রমুখ তাঁদের বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন।
বিদ্যাপ্রকাশের অধিকারী মুক্তিযোদ্ধা মজিবর রহমান ওরফে খোকা তাঁর বক্তব্যে প্রবাসে নতুন প্রজন্ম যাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে আরও বেশি করে জানতে ও চর্চা করতে পারে সে জন্য সংগঠনের নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক ডা. রবিউল আলম বলেন, ১৯৭৫ সালের পনেরো আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর ঘাতকরা ৩ নভেম্বর ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ড ঘটিয়ে বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চেয়েছিল।
অনুষ্ঠান উপস্থাপনা করেন তোফাজ্জল জাহান ওরফে কাজল।
তপন দেবনাথ
লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র।