রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে ইতালিতে সাংবাদিকদের মানববন্ধন
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন, মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন ইতালিপ্রবাসী সাংবাদিকেরা। রাজধানী রোমে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটায় বাঙালি–অধ্যুষিত এলাকা তরপিনাতারাতে বাংলা প্রেসক্লাব ইতালি এবং জাতীয় অনলাইন প্রেসক্লাব যৌথ উদ্যোগে মানববন্ধনের আয়োজন করে।
সাংবাদিকনেতারা রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানান। তাঁরা বলেন, একজন সাহসী সাংবাদিক হিসেবে রোজিনা ইসলাম স্বীকৃত। তাঁর বিরুদ্ধে এ ধরনের মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাঁর বিরুদ্ধে করা মামলা নিঃশর্তভাবে প্রত্যাহার করতে হবে, সেই সঙ্গে তাঁকে নির্যাতনকারী সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মানববন্ধনে প্রবীণ সাংবাদিক হাসান মাহমুদ, লাবণ্য চৌধুরী, হুমায়ূন কবীর, জুমানা মাহমুদ, আফজাল হোসেন রোমান, মিনহাজ হোসাইন, বেলাল আহমেদ, আরিফুল হক, মেহেনাজ তাব্বাসুম শেলি, এম রহমান মঞ্জুসহ ইতালিতে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।