রোজিনা ইসলামকে হেনস্তায় জাপানপ্রবাসী সাংবাদিকদের নিন্দা

ছবি: সংগৃহীত

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টারও বেশি সময় আটকে রেখে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জাপানপ্রবাসী সাংবাদিকেরা।

বিবৃতিতে জাপানপ্রবাসী সাংবাদিকেরা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে কর্তব্য–কাজে বাধা প্রদান ও এ ধরনের নিগৃহীত হওয়ার ঘটনা প্রমাণ করে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা ব্যক্তিগত ক্রোধ মেটাতেই এ ঘটনা ঘটিয়েছেন। সচিব-উপসচিব মর্যাদার ব্যক্তিদের কাছ থেকে জাতি কখনোই এ ধরনের কর্মকাণ্ড প্রত্যাশা করে না। এ ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি নষ্টসহ বিদেশিদের কাছে প্রবাসীদের মাথা নত হয়ে গেছে।

প্রবাসী সাংবাদিকেরা বলেন, এ ধরনের ঘটনা স্বাধীনভাবে সাংবাদিকতা চর্চার পথে বাধা ও হুমকি। সচিবালয়ে হেনস্তার পর নাটকীয়ভাবে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে ‘তথ্য চুরি’র অভিযোগ রোজিনা ইসলামকে গ্রেপ্তার করা হয়। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই আইনের হাতে তুলে না দিয়ে প্রায় ছয় ঘণ্টা ধরে কাউকে আটক রাখা ও হেনস্তা করা সম্পূর্ণ বেআইনি এবং ফৌজদারি অপরাধ। এ ঘটনার তীব্র নিন্দা জানান তাঁরা। একই সঙ্গে অনতিবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং জড়িত ব্যক্তিদের কঠোর বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

ফাইল ছবি

বিবৃতিতে স্বাক্ষরদাতারা হচ্ছেন জেড এম আবুসিনা, গোলাম মাসুম জিকো, পি আর প্ল্যাসিড, মো. মাসুদুর রাহমান, নিয়াজ আহমেদ জুয়েল, আবদুল্লাহ আল মামুন, সি এম তরিকুল ইসলাম, রাশেদুল ইসলাম, মো. শওকত হোসেন, হাসিনা বেগম রেখা ও রাহমান মনি প্রমুখ।