রাশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ী সংগঠনের নতুন কমিটি

সভাপতি ও সাধারণ সম্পাদক
সভাপতি ও সাধারণ সম্পাদক

রাশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশি বিজনেসম্যান অ্যাসোসিয়েশন (আরবিসিসিআই)। ৬ ডিসেম্বর মস্কোর স্থানীয় একটি রেস্তোরাঁয় সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০১৫-১৬ মেয়াদের জন্য গঠিত নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিআইপি মাহবুবুল আলম ও আসাদুজ্জামান।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সানাউল হকের নেতৃত্বে গঠিত নির্বাচন কমিশন নতুন কমিটি ঘোষণা করে। সহসভাপতি নির্বাচিত হয়েছেন সিআইপি তমাল পারভেজ। শাহিনুর রহমান সেলিম যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ এবং আনোয়ার মাসুদ সাংস্কৃতিক, ক্রীড়া ও প্রচার সম্পাদক নির্বাচিত হন। কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন নজরুল ইসলাম ও শাহিন খান। তাঁরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কেক কেটে নতুন কমিটিকে বরণ করা হচ্ছে
কেক কেটে নতুন কমিটিকে বরণ করা হচ্ছে


নতুন কমিটিকে শুভেচ্ছা জানান সাবেক সভাপতি রফিকুল ইসলাম মিয়া, সাবেক সভাপতি এ এস এম হোসেইন, সাবেক সভাপতি সিআইপি ফিরোজ-উল-আলম খান, প্রতিষ্ঠাতা সদস্য মোতালিব পাটওয়ারী, সিআইপি মনোয়ার হোসেন, জকিউদ্দিন শাহ প্রমুখ।
উল্লেখ্য, রাশিয়া ও বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে সংগঠনটি প্রতিষ্ঠার শুরু থেকেই কাজ করছে। আরবিসিসিআই সদস্যদের নিয়ে ব্যবসা সম্প্রসারণ ও দিকনির্দেশনামূলক নিয়মিত বৈঠকের আয়োজন করে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় সংগঠনটি নানাভাবে আর্থিক সহায়তা করেছে।
ব্যবসায়ীদের সংগঠন হলেও আরবিসিসিআই রাশিয়ায় বাংলাদেশি সংস্কৃতির প্রচার ও প্রসারে ইতিবাচক ভূমিকা রাখছে। সংগঠনটি ২০০৭, ২০০৮, ২০১১ ও ২০১৪ সালে মস্কোতে বাংলাদেশ ফেস্টিভ্যালের আয়োজন করেছিল। এসব অনুষ্ঠানে অংশ নিতে মস্কো এসেছিলেন বাংলাদেশের খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। চলতি বছরের ২১ জুন মস্কোর টিভি সেন্টার কারালেবস্কি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজন ও কনসার্টের মধ্য দিয়ে সংগঠনের ২০ বছর পূর্তি উদযাপিত হয়।
জামিল খান
মস্কো, রাশিয়া