রাশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ী সংগঠনের নতুন কমিটি
রাশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশি বিজনেসম্যান অ্যাসোসিয়েশন (আরবিসিসিআই)। ৬ ডিসেম্বর মস্কোর স্থানীয় একটি রেস্তোরাঁয় সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০১৫-১৬ মেয়াদের জন্য গঠিত নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিআইপি মাহবুবুল আলম ও আসাদুজ্জামান।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সানাউল হকের নেতৃত্বে গঠিত নির্বাচন কমিশন নতুন কমিটি ঘোষণা করে। সহসভাপতি নির্বাচিত হয়েছেন সিআইপি তমাল পারভেজ। শাহিনুর রহমান সেলিম যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ এবং আনোয়ার মাসুদ সাংস্কৃতিক, ক্রীড়া ও প্রচার সম্পাদক নির্বাচিত হন। কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন নজরুল ইসলাম ও শাহিন খান। তাঁরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নতুন কমিটিকে শুভেচ্ছা জানান সাবেক সভাপতি রফিকুল ইসলাম মিয়া, সাবেক সভাপতি এ এস এম হোসেইন, সাবেক সভাপতি সিআইপি ফিরোজ-উল-আলম খান, প্রতিষ্ঠাতা সদস্য মোতালিব পাটওয়ারী, সিআইপি মনোয়ার হোসেন, জকিউদ্দিন শাহ প্রমুখ।
উল্লেখ্য, রাশিয়া ও বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে সংগঠনটি প্রতিষ্ঠার শুরু থেকেই কাজ করছে। আরবিসিসিআই সদস্যদের নিয়ে ব্যবসা সম্প্রসারণ ও দিকনির্দেশনামূলক নিয়মিত বৈঠকের আয়োজন করে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় সংগঠনটি নানাভাবে আর্থিক সহায়তা করেছে।
ব্যবসায়ীদের সংগঠন হলেও আরবিসিসিআই রাশিয়ায় বাংলাদেশি সংস্কৃতির প্রচার ও প্রসারে ইতিবাচক ভূমিকা রাখছে। সংগঠনটি ২০০৭, ২০০৮, ২০১১ ও ২০১৪ সালে মস্কোতে বাংলাদেশ ফেস্টিভ্যালের আয়োজন করেছিল। এসব অনুষ্ঠানে অংশ নিতে মস্কো এসেছিলেন বাংলাদেশের খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। চলতি বছরের ২১ জুন মস্কোর টিভি সেন্টার কারালেবস্কি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজন ও কনসার্টের মধ্য দিয়ে সংগঠনের ২০ বছর পূর্তি উদযাপিত হয়।
জামিল খান
মস্কো, রাশিয়া