রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্যারিসে আজ প্রদর্শনী
বাংলাদেশের রানা প্লাজার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আর্থিক সহায়তার জন্য ফ্রান্সে পোশাক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্যারিসের পাস্তা শহরের দ্য রলে রেস্তোরাঁয় আজ শুক্রবার রাত আটটায় নৈশভোজসহ প্রদর্শনী হবে। লা নুই দ্য লা মড বা ফ্যাশনের রাত অভিহিত এ শো দেখার জন্য প্রবেশমূল্য রাখা হয়েছে ৩৫ ইউরো। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় তহবিল সংগ্রহের জন্য পাস্তা পৌরসভার যুব শাখা ও তৈরি পোশাক নিয়ে কাজ করা প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন জ্য লুক ফ্রসোয়া যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
কেন এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে—জানতে চাইলে অ্যাসোসিয়েশন জ্য লুক ফ্রসোয়ার চেয়ারম্যান জ্য লুক বলেন, ‘বাংলাদেশের রানা প্লাজা ধসের কারণে হাজারের ওপর প্রাণ ঝরে গেছে। অনেক শ্রমিক তাঁদের অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়েছেন। আবার অনেকে চাকরি হারিয়ে বেকারত্ব বরণ করেছেন। তাঁদের সহায়তা করা একটি মানবিক দায়িত্ব। এ কারণেই স্থানীয় পৌরসভার যুব দপ্তরের সমন্বয়ে রানা প্লাজার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার জন্য এ প্রদর্শনীর মাধ্যমে অর্থ সংগ্রহ করছি। ফ্যাশন জগতের সৌভ্রাতৃত্বের নিদর্শন হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।’
সংগৃহীত অর্থ সরাসরি বাংলাদেশি প্রতিনিধিদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দেওয়া হবে জানিয়ে ফ্রসোয়া বলেন, ‘এর মাধ্যমে আমরা ফ্রান্স তথা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর অন্যান্য সমাজসেবামূলক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’
এ বিষয়ে পাস্তা পৌরসভার যুবদপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মেয়র ব্রিয়ো বলেন, ‘তৈরি পোশাক উৎপাদনে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। এ রকম একটি দেশের পোশাক কারখানায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের আর্থিক সহায়তার জন্যই এ প্রচেষ্টা। আমরা আশা করব, অন্যান্য প্রতিষ্ঠানও এ ধরনের সহায়তার জন্য এগিয়ে আসবে।’ পরীক্ষামূলক এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, নৈশভোজে শ খানেক অতিথি অংশ নেবেন। তাঁদের সবাই তহবিল সংগ্রহে অবদান রাখবেন বলে মনে করেন পাস্তা পৌরসভার যুগ্ম মেয়র ব্রিয়ো।
উল্লেখ্য, ইউরোপে এবারই প্রথম কোনো বেসরকারি উদ্যোক্তা রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য অর্থ সংগ্রহ করছে। এ প্রদর্শনীর আয়োজক জ্য লুক ফ্রসোয়া বিগত শতাব্দীর আশির দশক থেকে নারীদের জন্য তৈরি পোশাকসহ অন্যান্য শৌখিন সামগ্রী উৎপাদন ও বাজারজাতকরণ প্রক্রিয়া নিয়ে কাজ করছেন। পাস্তা শহরের ১৬ থেকে ২৫ বছর বয়সী কিশোর-কিশোরী এ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে থাকবে।
২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের সাভারের রানা প্লাজা নামের একটি বহুতল ভবন ধসে পড়ে। ভবনে কর্মরত এক হাজারের ওপর শ্রমিক মর্মান্তিক এ ঘটনায় মৃত্যুবরণ করেন। এ ছাড়া কয়েক শ শ্রমিক আহত হন।
ফারুক নওয়াজ
প্যারিস, ফ্রান্স