যুগ-যুগান্তর

লেখক ও তাঁর সহধর্মিণী আজাদী বেগম
লেখক ও তাঁর সহধর্মিণী আজাদী বেগম

তোমার জন্য আনিয়াছি আজ
যুগান্তরের প্রেম,
তোমার জন্য শূন্যের ওপর
ঘরখানি বাঁধিলেম।
অবাক তুমি, প্রশ্ন তোমার
শূন্যে কেমন ঘর!
শূন্যের ওপর ভাসবে যবে 

ছুঁইবে না তায় ঝড়;
পৌঁছুবে না কোনোক্রমেই
বনের কোনো পানি;
যত্ন করে করব জমা
প্রণয় যত আনি-
পাহাড় সম উঁচু যাহা
অতল সে সাগর;
ভালোবাসায় গড়া মোদের
শত জন্মের ঘর;
জীর্ণতা আর জরা এসে
যতই করুক ভর,
প্রবল কালের স্রোতেও বাঁচুক
যুগ-যুগান্তর!

*লেখক কানাডার ক্যালগেরিপ্রবাসী। ইমেইল: <[email protected]>