যুগ-যুগান্তর

তোমার জন্য আনিয়াছি আজ
যুগান্তরের প্রেম,
তোমার জন্য শূন্যের ওপর
ঘরখানি বাঁধিলেম।
অবাক তুমি, প্রশ্ন তোমার
শূন্যে কেমন ঘর!
শূন্যের ওপর ভাসবে যবে
ছুঁইবে না তায় ঝড়;
পৌঁছুবে না কোনোক্রমেই
বনের কোনো পানি;
যত্ন করে করব জমা
প্রণয় যত আনি-
পাহাড় সম উঁচু যাহা
অতল সে সাগর;
ভালোবাসায় গড়া মোদের
শত জন্মের ঘর;
জীর্ণতা আর জরা এসে
যতই করুক ভর,
প্রবল কালের স্রোতেও বাঁচুক
যুগ-যুগান্তর!
*লেখক কানাডার ক্যালগেরিপ্রবাসী। ইমেইল: <[email protected]>