মেক্সিকোর রাষ্ট্রপতির কাছে আবিদা ইসলামের পরিচয়পত্র পেশ
মেক্সিকোর রাষ্ট্রপতি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর–এর কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম। গত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) মেক্সিকো শহরের জাতীয় প্রাসাদে এই পরিচয়পত্র পেশ করেন তিনি। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত ছিলেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইবার্ড।
পরিচয়পত্র পেশের সময় মেক্সিকোর সরকার এবং জনগণের জন্য বিশেষত মেক্সিকোর স্বাধীনতা অর্জনের ২০০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম।
রাষ্ট্রপতি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর রাষ্ট্রদূতকে মেক্সিকোতে আন্তরিকভাবে স্বাগত জানান। রাষ্ট্রদূত আবিদা ইসলাম এ সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করছে। এ সময় তিনি বাংলাদেশ সফরে এলে তাঁকে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রপতির আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর বাংলাদেশের পক্ষ হতে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলকে যেকোনো সময়ে মেক্সিকোতে সফরের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানান। সেই সঙ্গে মেক্সিকোতে তিনি রাষ্ট্রদূত আবিদা ইসলামের সফল কার্যক্রম কামনা করেন এবং তাঁকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মেক্সিকোর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রদূতের সঙ্গে কাউন্সেলর এবং দূতালয় প্রধান মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি