মুম্বাইয়ে এমআরপি ও এমআরভি কার্যক্রমের উদ্বোধন

মুম্বাইয়ের বাংলাদেশ উপহাইকমিশনে এমআরপি ও এমআরভি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান
মুম্বাইয়ের বাংলাদেশ উপহাইকমিশনে এমআরপি ও এমআরভি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান

ভারতের মুম্বাইয়ের বাংলাদেশ উপহাইকমিশনে মেশিন রিডেবল পাসপোর্ট ও ভিসা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। গতকাল শুক্রবার (৩ আগস্ট ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান ও মুম্বাইয়ে বাংলাদেশের উপহাইকমিশনার মো. লুৎফর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় মেশিন রিডেবল পাসপোর্ট ও ভিসা প্রকল্পের পরিচালক কর্নেল মো. রেজাউল আউয়াল, উপহাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষাবিদ, প্রবাসী বাংলাদেশি ও ভিসাপ্রার্থীরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত অনুষ্ঠানে ছয়জন ভিসাপ্রার্থীকে তাৎক্ষণিকভাবে মেশিন রিডেবল ভিসা প্রদান করা হয়। দ্রুততার সঙ্গে ভিসা সেবা পেয়ে সেবাপ্রার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেন।

অনুষ্ঠানে ভিসাপ্রার্থীকে তাৎক্ষণিকভাবে মেশিন রিডেবল ভিসা প্রদান করা হয়
অনুষ্ঠানে ভিসাপ্রার্থীকে তাৎক্ষণিকভাবে মেশিন রিডেবল ভিসা প্রদান করা হয়

মো. লুৎফর রহমান তাঁর বক্তব্যে মুম্বাইয়ে মেশিন রিডেবল পাসপোর্ট ও ভিসা কার্যক্রম চালু করার জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, এর ফলে একদিকে দূতাবাসের ভাবমূর্তি যেমন বৃদ্ধি পাবে, অপরদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরালো হবে।

মাসুদ রেজওয়ান উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ডিজিটাল বাংলাদেশ নীতির কারণে মেশিন রিডেবল ভিসা ও পাসপোর্ট কার্যক্রম বাস্তবায়ন ও দেশে-বিদেশে অনলাইন সেবা সম্প্রসারণ সম্ভব হয়েছে। বিজ্ঞপ্তি