মুক্তিযোদ্ধা সংসদের অস্ট্রিয়া ইউনিটের সভা

সভার দৃশ্য
সভার দৃশ্য

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অস্ট্রিয়া ইউনিট কমান্ডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় রাজধানী ভিয়েনায় সুটিরোলারপ্লাসে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কমান্ডার মুক্তিযোদ্ধা বায়েজিদ মীর। পরিচালনা করেন সদস্যসচিব মুক্তিযোদ্ধা রবেন ডি কস্তা। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা জুবায়ের খান ও সামসুল হুদা চৌধুরী প্রমুখ।সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক অস্ট্রিয়া ইউনিট কমান্ডের জন্য একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। পাঁচ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন আওয়ামী লীগের সর্ব ইউরোপিয়ান শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক, মানবাধিকার কর্মী, লেখক ও সাংবাদিক এম নজরুল ইসলাম, জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক সংস্থার প্রাক্তন কর্মকর্তা ড. শহীদ হোসেন ও ড. মোহাম্মদ শামসুদ্দিন, জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) সিনিয়র আন্তর্জাতিক বিশেষজ্ঞ কাশফিয়া মনসুর ও কমিউনিটি নেতা মো. সাইফুজামান শেখ।

সভায় মহান বিজয় দিবস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ভিয়েনার প্যান এশিয়া হোটেলে আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত হয়।