মিউনিখে আবরার হত্যার প্রতিবাদে মানববন্ধন
বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন। মিউনিখ শহরে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ও অ্যালামনাইরা এই মানববন্ধনে অংশ নিয়ে আবরার হত্যার প্রতিবাদ জানানোর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করেন।
গতকাল রোববার (১৩ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারীরা বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতার প্রতি একমত প্রকাশ করে বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ে টর্চার সেলসহ ছাত্ররাজনীতির নামে দলীয় অপরাজনীতির বিরুদ্ধে। আমরা সবাই চাই আবরারসহ সব হত্যার দ্রুত বিচার। কারণ, বিচারবহির্ভূত হত্যা বাংলাদেশে একটি নিয়মিত ঘটনা। বিচারের নামে কালক্ষেপণসহ সব ধরনের উদাসীনতা লক্ষ করা যায়।’
মানববন্ধনের স্লোগান ছিল ‘দায়ী আমি নিশ্চুপ আমি, দেশ যাক ভেস্তে, বেশ তো আছি নিশ্চিন্তে’।
মানববন্ধনে অংশগ্রহণ করা সবার বিশ্বাস, মানুষ তার নীরবতা ভেঙে অধিকার আদায়ে সোচ্চার হবে এবং দেশের মানুষ তার সব নাগরিক অধিকার আবার ফিরে পাবে।