মাল্টায় আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী গত বৃহস্পতিবার উদ্‌যাপন করা হয়েছে মাল্টায়। মাল্টার এমসিদা এক হলরুমে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে ১৫ আগস্টে ১৯৭৫ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবার নৃশংস হত্যাকাণ্ডের শিকার সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত মাল্টা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা এস বি দাসের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রাজিব দাশের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাল্টা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউসার আমিন হাওলাদার। এ ছাড়া উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আমানউল্লাহ, সহ-সভাপতি অরুণ চন্দ্র কর্মকার, উপদেষ্টা তমিজ উদ্দিন তমু, যুগ্ম সাধারণ সম্পাদক তপন ঘোষ, সাংগঠনিক সম্পাদক নুর নবী মিথুন, সাইদুর রহমান দুর্জয়, নুরুল আমিন, কাজী আল আমিন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরেন। বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ সফলতা দক্ষিণ বাংলা মানুষের স্বপ্নের পদ্মা সেতুতে যান চলাচল উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বক্তারা আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দেশের মানুষের স্বার্থে কাজ করে যাবে মাল্টা আওয়ামী লীগ।