মালদ্বীপে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
উৎসব ও আনন্দমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪২৯ বরণ ও ঈদ পুনর্মিলনী উদ্যাপন করেছে মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস। গত শুক্রবার মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনার অফিসের উদ্যোগে দূতাবাস প্রাঙ্গণে বাঙালিয়ানা পরিবেশে দিনটি উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেন, বাংলা নববর্ষকে বাঙালি জাতির অসাম্প্রদায়িক চেতনার উৎস ও একান্তই আমাদের ইতিহাস ও ঐতিহ্যের শাশ্বত বাহক। বাঙালি জাতির নিজস্ব পঞ্জিকাবর্ষের প্রথম দিনটি নববর্ষ হিসেবে দেশের সঙ্গে সঙ্গে বিদেশেও বর্ণাঢ্যভাবে উদ্যাপিত হয়। তিনি আশা প্রকাশ করেন, মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ভাই-বোনেরা নববর্ষ, রবীন্দ্র ও নজরুল জয়ন্তীর বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে আবহমান বাংলার সংস্কৃতিকে ছড়িয়ে দেবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশনের প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ, তৃতীয় সচিব মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া, সিআইপি মোহাম্মদ সোহেল রানা।
বর্ষবরণ অনুষ্ঠানে প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন লিয়াকত আলী, হেড অব কার্ডস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং, মালদ্বীপ ইসলামিক ব্যাংক মো. আরেফুর রহমান চৌধুরী, ভিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান দুলাল হোসেন, ঢাকা ট্রেডার্সের চেয়ারম্যান বাবুল হোসেন, ফোর এল ইন্টারন্যাশনালের চেয়ারম্যান হাদিউল ইসলাম, ফুড অ্যান্ড ফুডের ডিরেক্টর মোহাম্মদ নুরে আলম।
এ ছাড়া উপস্থিত ছিলেন এনবিএল মানি ট্রান্সফার প্রাইভেট লিমিটেডের কর্মকর্তা কর্মচারী, ইউএস বাংলা এয়ারলাইনসের কর্মকর্তা কর্মচারী, বিশিষ্ট ব্যবসায়ী, প্রবাসী চিকিৎসক, শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী, বিভিন্ন পেশাজীবীসহ সাংবাদিকেরা।
এরপর দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাঙালিদের শিশু-কিশোরদের অংশগ্রহণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হয়।