মানুষ তুমি

অলংকরণ: মাসুক হেলাল

মানুষ তুমি একটু সুখে
সত্যি সুখী হও?
জীবন, তুমি সুখের চাদর!
বৃষ্টি–বাদলা নও?

একটু খানি সূর্যালোকে
মিষ্টি করে হাসো,
দুঃখ পাড়ের ঢেউ কি তুমি
সত্যি ভালোবাসো?

তুমিই ভালো তুমিই মন্দ
তুমিই বলো সব,
স্বার্থে একটু আঘাত এলেই
তুমিই হও সরব।

অভিনয়ে পারঙ্গম
কে আর আছে বেশি,
বেশভূষাতে ঢেকে রাখো
তুমি ভোগবিলাসী।

বাঘ কিংবা সিংহ নামে
খুশির স্রোতে ভাসো,
জন্তু নামে তুমিই বিরাগ
রেগে তেড়ে আসো।

স্বার্থ ছেড়ে যেদিন তুমি
সত্যি মানুষ হবে,
সুখের বন্যা বিশ্বজুড়ে
ঘরে ঘরে রবে।


*লেখক: সহিদুল আলম স্বপন; জেনেভা, সুইজারল্যান্ড