ভেবো না, এখানেই সবকিছু শেষ
ভেবো না এখানেই সবকিছু শেষ,
দুয়ার বন্ধ করলেই বন্ধ হবে স্রোত
প্রেমের কিংবা ঘৃণার, আসবেই অবিরাম।
ভেতরে ও বাইরে, আঘাত হানবেই।
সে আঘাতে ভেঙে যাবে অহংকারের ডালা
তোমার এবং আমারও, ভাঙবে নিরন্তর।
ভেবো না এখানেই সবকিছু শেষ।
ভেবো না এখানেই সবকিছু শেষ,
কাঁদলেই উবে যাবে বুকে বাঁধা ভার
আশা কিংবা নিরাশার, থাকবেই চিরকাল
মনের গভীরে, ঘর বাঁধবেই।
সেই ঘরে থিতু হবে একগুয়েমির ডানা
তোমার এবং আমারও, বলা অবান্তর।
ভেবো না এখানেই সবকিছু শেষ।
ভেবো না এখানেই সবকিছু শেষ,
স্রোতের বিপরীতে ভাসিয়েছি ভেলা,
কী হবে তা জেনে, কিংবা না জেনেই,
হয়তো দুজনই, তবে কেন এত ক্রোধ?
শান্ত হও, একসাথে পাড়ি দিই সুখ-দুঃখের নদী
তুমি এবং আমি, কাল কালান্তর।
ভেবো না এখানেই সবকিছু শেষ।
ভেবো না এখানেই সবকিছু শেষ,
এখনো আশার আলো দিগন্তজুড়ে
দিয়ে যায় ডাক সকাল–সন্ধ্যায়, নিয়ম করে
সব বাধা ঠেলে, চলো চলে যাই। দুটি হৃদয়ের
ভালোবাসার উষ্ণতায় ফোটাই ফুল
তুমি এবং আমি, ঘুরে তেপান্তর।
ভেবো না এখানেই সবকিছু শেষ।