ভিশন ২০৪১ বাস্তবায়নে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান সৌদিতে নিযুক্ত রাষ্ট্রদূতের

দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী
ছবি: বিজ্ঞপ্তি

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে নানা আয়োজনে আনন্দঘন পরিবেশে মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ভিশন ২০৪১ অনুযায়ী বাংলাদেশকে একটি উচ্চ আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মহান বিজয় দিবসের আলোচনা সভায় রাষ্ট্রদূত এসব কথা বলেন।

মহান বিজয় দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে দূতাবাস প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত। এরপর রাষ্ট্রদূত দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এ সময় দূতাবাসের কর্মকর্তাগণ ও রিয়াদে বসবাসরত বিভিন্ন শ্রেণি–পেশার অভিবাসী উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে দূতাবাস চত্বরে শিশু–কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করা হয়। এ ছাড়া প্রবাসীদের নিয়ে দূতাবাস প্রাঙ্গণে বিজয় মেলা, মেডিকেল ক্যাম্প ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দূতাবাস চত্বরে মহান বিজয় দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে অভিবাসীদের নিয়ে প্রধানমন্ত্রী কর্তৃক শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিজ্ঞপ্তি