ভার্জিনিয়ায় প্রবাসীদের মতবিনিময় সভা

ছবি: বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রে সফররত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে ওয়াশিংটন, মেরিল্যান্ড ও ভার্জিনিয়াপ্রবাসী বাঙালিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভার্জিনিয়ার ফলস চার্চ হিউনান কাবাব রেস্তোরাঁয় ২৫ ফেব্রুয়ারি এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের মেট্রো ওয়াশিংটন, ভার্জিনিয়া স্টেট, মেরিল্যান্ড স্টেট এবং আওয়ামী যুবলীগের মেট্রো ওয়াশিংটন শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের মেট্রো ওয়াশিংটনের সহসভাপতি নুরুল আমিন নুরু। সার্বিক পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক এম নবী বাকী। সভায় মন্ত্রী তাজুল ইসলাম তাঁর বক্তব্যে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে বর্ণনা দেন।

এর আগে সভার শুরুতে মন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান গ্রেটার ওয়াশিংটন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি রোকসানা পারভিন। সূচনা বক্তব্য দেন নুরুল আমিন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করেন এম নবী বাকী।

ছবি: বিজ্ঞপ্তি

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মেট্রো ওয়াশিংটন শাখার সহসভাপতি মোহাম্মদ আযম আজাদ ও শাহরিয়ার আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আসিফ চৌধুরী, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মাসুদ তালুকদার, সদস্য বাদল, আওয়ামী লীগের ভার্জিনিয়া স্টেট শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মনসুর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমানউল্লাহ, মহিলাবিষয়ক সম্পাদক শাকিলা সুলতানা, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মেট্রো ওয়াশিংটন শাখার সহসভাপতি মোহাম্মদ হক সিরাজ, আওয়ামী যুবলীগের মেট্রো ওয়াশিংটন শাখার ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সর্বজিৎ দাস, যুগ্ম সম্পাদক ইমরান হামিদ, গ্রেটার ওয়াশিংটন শাখার সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার সাবেক সভাপতি জাহিদ হাসান প্রমুখ। আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী এস এম মহসীন ও মন্ত্রীর এপিএস জাহিদ হোসেন। বিজ্ঞপ্তি