ব্যস, এটাই জীবন!
জীবন আসলে কী?
কার কাছে কেমন?
শিশুর কাছে মায়ের কোল
মায়ের কাছে শিশুর হাসি
বাবার হাতে খাচ্ছে দোল
তোমায় কত ভালোবাসি
বলছে শিশুর অবুঝ মন,
ব্যস, এটাই জীবন!
জীবন আসলে কী?
কার কাছে কেমন?
দাদা-দাদির ফোকলা দাঁতে
চিবানো পান দারুণ খেতে
নানা-নানির গরম চাদর
শীতের ভোরে মিষ্টি রোদের ওম
তৃপ্ত করে নাতি-নাতনির মন
ব্যস, এটাই জীবন!
জীবন আসলে কী?
কার কাছে কেমন?
প্রেমিক-প্রেমিকার হাতে হাত
থোড়াই কেয়ার জাতপাত
যত বাধাই আসে আসুক
দুটি হৃদয় এক হতে চায়
প্রেমের ভেলায় ভাসে অবুঝ মন
ব্যস, এটাই জীবন!
জীবন আসলে কী?
কার কাছে কেমন?
বন্ধুর কাছে বন্ধুই সব
নাই ভেদাভেদ ছোট-বড়
মন খুলে সব শেয়ার করে
সুখের সময় হবে জড়ো
দুঃখে আবার কান্দে বন্ধুর মন
ব্যস, এটাই জীবন!
জীবন আসলে কী?
কার কাছে কেমন?
কৃষকের কাঁচি, শ্রমিকের ঘাম
বেকারের কাজ, গৃহহীনের ধাম।
অন্ধকারের আলো, ক্ষুধার্তের খানা
খরায় পানি আর পাখির ডানা
সব শেষে হোক স্বাভাবিক মরণ
ব্যস, এটাই জীবন!