বেলজিয়ামে বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। দেশটির বাংলাদেশ দূতাবাস জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করেছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর কীর্তিময় জীবন ও একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় তাঁর অসামান্য কৃতিত্ব তুলে ধরেন। তাঁরা ১৯৭৫ সালের ১৫ আগস্টের বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

সমাপনী বক্তব্যে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহদৎ হোসেন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধুর একক ও অসাধারণ নেতৃত্বের বিভিন্ন দিকের প্রতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বশান্তি ও মানবতার কল্যাণে বঙ্গবন্ধুর অসামান্য ভূমিকার ওপর তিনি আলোকপাত করেন। তিনি সবাইকে বঙ্গবন্ধুর অপরিসীম দেশপ্রেম ও প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবিচল নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে রূপকল্প ২০২১ বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়তে উদাত্ত আহ্বান জানান।

পরে বঙ্গবন্ধু ও তাঁর সঙ্গে শাহাদাতবরণকারী সবার আত্মার মাগফিরাত করা হয়। দেশ ও জনগণের সুখ, সমৃদ্ধ ও অগ্রগতি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে জাতির জনকের জীবনভিত্তিক একটি প্রামাণ্যচিত্র ‘বঙ্গবন্ধু: ফরএভার ইন আওয়ার হার্টস’ প্রদর্শন করা হয়।

এর আগে সকালে রাষ্ট্রদূত শাহদৎ হোসেন বাংলাদেশ কমিউনিটির সদস্য, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে দিবসটির সূচনা করেন। এরপর তিনি দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পুষ্পার্ঘ্য অর্পণের পর বঙ্গবন্ধু ও তাঁর সঙ্গে শাহাদাতবরণকারী সবার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর রাষ্ট্রদূত ও দূতাবাসের অন্য কর্মকর্তারা জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনান। এ ছাড়া দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও কমিউনিটির সদস্যরা জাতির জনকের ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’-এর অংশবিশেষ পাঠ করেন। বিজ্ঞপ্তি