বেঙ্গালুরুতে সাম্প্রদায়িকতাবিরোধী প্রতিবাদ সমাবেশ

ছবি : সংগৃহীত

কুমিল্লার ঘটনার জেরে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে ভারতের বেঙ্গালুরুতে ২৩ অক্টোবর সমাবেশ হয়েছে। স্থানীয় সময় শনিবার বেলা ১১টার দিকে এই বিক্ষোভ-সমাবেশ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে কর্মসূচি চলে। বিক্ষোভ-সমাবেশে প্রায় অর্ধশত প্রতিবাদী মানুষ অংশ নেন। এর মধ্যে অধিকাংশই ছিলেন ভারতীয় নাগরিক।

বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও সহিংসতার ঘটনায় কয়েক দিন ধরে বাংলাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ চলছে। ১৩ অক্টোবর কুমিল্লা ঘটনার জেরে দেশের কয়েক স্থানে সংঘর্ষ এবং পূজামণ্ডপ ও মন্দিরে হামলার ঘটনা ঘটে। ইসকন আয়োজিত সমাবেশে বক্তারা এসব ঘটনার নিন্দা ও তা বন্ধের দাবি জানিয়েছেন।

সমাবেশে বক্তারা বলেন, দুর্গাপূজার সময় বাংলাদেশে হিন্দুদের মন্দির, মণ্ডপ, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়েছে। হিন্দু সম্প্রদায় শারীরিকভাবে হামলার শিকার হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ সহিংস ঘটনায় প্রাণহানিও ঘটেছে। এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই হামলা একদিকে যেমন অপরাধ, অন্যদিকে বাংলাদেশের সংবিধানের পরিপন্থী। বক্তারা এই সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু-নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবীসহ কয়েকজন বাংলাদেশিও সমাবেশে অংশ নেন।