বিশ্বময় বাংলাদেশি বৌদ্ধপল্লি ডব্লিউএফবিবি কেন্দ্রীয় কমিটি গঠিত

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক
ছবি: সংগৃহীত

বিশ্বময় বাংলাদেশি বৌদ্ধপল্লিখ্যাত ওয়ার্ল্ড ফেডারেশন অব বাংলাদেশি বুড্ডিস্টসের (ডব্লিউএফবিবি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য গত শনিবার বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনলাইনে আন্তর্জাতিক ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়। প্রথমে বিশ্বের সব প্রাণী ও মানবের মঙ্গল কামনাসহ অশান্ত বিশ্বের শান্তি প্রার্থনা করে পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ পাঠ করেন সুইজারল্যান্ড থেকে অরুণ জ্যোতি বড়ুয়া। পরে বসুমিত্র বড়ুয়ার সভাপতিত্বে এবং আমেরিকা থেকে সুহাস বড়ুয়া ও ফ্রান্স থেকে তাপস বড়ুয়ার যৌথ সঞ্চালনের মাধ্যমে আয়োজিত এ ভার্চ্যুয়াল সভায় বিশ্বের ৩৫টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশি প্রতিনিধিরা বক্তব্য দেন।

ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সভার একাংশের ছবি
ছবি: সংগৃহীত

উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সর্বাধিক সদস্যদের সমর্থনের মাধ্যমে কমিটির বিভিন্ন পদে সদস্যরা চার বছরের জন্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনের শুরুতে সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ৯১ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কমিটির বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন বসুমিত্র বড়ুয়া, সভাপতি (অ্যারিজোনা, যুক্তরাষ্ট্র), সহসভাপতি হিসেবে যথাক্রমে উদয়ন বড়ুয়া (ফ্রান্স), আশিষ বড়ুয়া (কানাডা), আশীষ বড়ুয়া (সংযুক্ত আরব আমিরাত), পবন বড়ুয়া (যুক্তরাজ্য), সৌমেন বড়ুয়া (ভারত), অরুণ জ্যোতি বড়ুয়া (সুইজারল্যান্ড), সুহাস বড়ুয়া, মহাসচিব (বোস্টন, যুক্তরাষ্ট্র), যুগ্ম মহাসচিব তাপস বড়ুয়া (ফ্রান্স), সসীম গৌরী চরণ বড়ুয়া (সুইজারল্যান্ড), অনুত্তর বড়ুয়া (সারজা), মৃদুল বড়ুয়া (থাইল্যান্ড), শৈবাল বড়ুয়া (দক্ষিণ আফ্রিকা) ও নীতিশ বড়ুয়া (অস্ট্রেলিয়া), অর্থ মহাসচিব সুমেধ তাপস বড়ুয়া (ইতালি), যুগ্ম অর্থসচিব কানন বড়ুয়া (কানাডা), দিপু কান্তি বড়ুয়া (ফ্রান্স), অভি বড়ুয়া (যুক্তরাজ্য), প্রজয় বড়ুয়া (যুক্তরাষ্ট্র), রাজীব বড়ুয়া (দক্ষিণ আফ্রিকা), জনি বড়ুয়া (মধ্যপ্রাচ্য) ও পঙ্কজ বড়ুয়া (অস্ট্রেলিয়া), সাংগঠনিক সচিব রনবীর বড়ুয়া (যুক্তরাষ্ট্র), যুগ্ম সাংগঠনিক সচিব হিসেবে মিঠু বড়ুয়া (ফ্রান্স), বিকাশ বড়ুয়া (আবুধাবি), সুজন বড়ুয়া (যুক্তরাজ্য), কানন বড়ুয়া (জাপান) ও রুবেল চৌধুরী (দক্ষিণ আফ্রিকা), আন্তর্জাতিক–বিষয়ক সচিব সুমন বড়ুয়া (ভারত), আন্তর্জাতিক–বিষয়ক যুগ্ম সচিব হিসেবে যথাক্রমে অনিক বড়ুয়া (থাইল্যান্ড) ও প্রতিনু বড়ুয়া (ফ্রান্স), সংবাদ ও গণমাধ্যম সচিব সাংবাদিক অসীম বিকাশ বড়ুয়া (দক্ষিণ কোরিয়া), যুগ্ম সংবাদ ও গণমাধ্যম সচিব হিসেবে যথাক্রমে শুভাশীষ বড়ুয়া (যুক্তরাষ্ট্র), সুনন্দন বড়ুয়া (ফ্রান্স) ও কাঞ্চন বড়ুয়া (আবুধাবি), প্রচার ও প্রকাশনা সচিব শিমুল বড়ুয়া (যুক্তরাষ্ট্র), যুগ্ম প্রচার ও প্রকাশনা সচিব হিসেবে যথাক্রমে অমিয় বড়ুয়া (ফ্রান্স) ও দীপক বড়ুয়া (যুক্তরাজ্য), শিক্ষা-সাহিত্য ও শিল্পকলা সচিব সুব্রত বড়ুয়া (ভারত), সাংস্কৃতিক সচিব মধুশ্রী চৌধুরী (কলকাতা), যুগ্ম সাংস্কৃতিক সচিব হিসেবে যথাক্রমে শ্রাবণী বড়ুয়া শীলা (কানাডা), শর্মিলা বড়ুয়া (ওমান), কানন বড়ুয়া ডানাল (যুক্তরাষ্ট্র) ও বরণ বড়ুয়া (ফ্রান্স), সমাজকল্যাণ সচিব শিপ্রা বড়ুয়া (কানাডা), সমাজকল্যাণ যুগ্ম সচিব শেকু বড়ুয়া (যুক্তরাষ্ট্র), নারী ও শিশু–বিষয়ক সচিব ঝর্ণা বড়ুয়া (যুক্তরাষ্ট্র), নারী ও শিশু–বিষয়ক যুগ্ম সচিব টগর বড়ুয়া (ফ্রান্স), মানবাধিকার–বিষয়ক সচিব স্বদেশ বড়ুয়া (ফ্রান্স), মানবাধিকার–বিষয়ক যুগ্ম সচিব হিসেবে যথাক্রমে রানা বড়ুয়া (যুক্তরাষ্ট্র), শিপন বড়ুয়া (যুক্তরাজ্য), সুমন চাকমা (সুইজারল্যান্ড), মানবিক ও জনসেবা সচিব লাবলু বড়ুয়া (নরওয়ে), মানবিক ও জনসেবা যুগ্ম সচিব রুপেশ বড়ুয়া (আয়ারল্যান্ড), যুব ও নেতৃত্ব উন্নয়ন সচিব বিপ্লব বড়ুয়া (স্পেন), যুব ও নেতৃত্ব উন্নয়ন যুগ্ম সচিব হিসেবে যথাক্রমে সোহেল বড়ুয়া (যুক্তরাষ্ট্র), অজিত বড়ুয়া (স্পেন), আবু বড়ুয়া (সারজা) ও খোকন বড়ুয়া (ওমান), ধর্ম ও আন্তধর্মীয় সচিব সৈকত বড়ুয়া (কানাডা); ধর্ম ও আন্তধর্মীয় যুগ্ম সচিব হিসেবে যথাক্রমে দীপন বড়ুয়া (ফ্রান্স) ও মানিক বড়ুয়া (শারজাহ), তথ্যপ্রযুক্তি সচিব সৌমিত্র বড়ুয়া (জাপান), তথ্যপ্রযুক্তি যুগ্ম সচিব হিসেবে যথাক্রমে প্রসেনজিৎ বড়ুয়া (যুক্তরাষ্ট্র), রাজীব বড়ুয়া (ফ্রান্স), অভিজিৎ বড়ুয়া (যুক্তরাজ্য) ও রণজয় বড়ুয়া (যুক্তরাষ্ট্র), শিক্ষার্থী ও কর্মজীবন উন্নয়ন সচিব সঞ্জয় বড়ুয়া চৌধুরী (থাইল্যান্ড), শিক্ষার্থী ও কর্মজীবন উন্নয়ন যুগ্ন সচিব প্রতীক বড়ুয়া (জাপান), অভিবাসন ও আইনবিষয়ক সচিব সুমন বড়ুয়া (যুক্তরাষ্ট্র), যুগ্ম অভিবাসন ও আইনবিষয়ক সচিব হিসেবে যথাক্রমে অজিত বড়ুয়া (ফ্রান্স) ও সুমন অরিয়ন বড়ুয়া (লন্ডন), আদিবাসী কল্যাণ সচিব সুমন চাকমা (জার্মানি), আদিবাসী কল্যাণ যুগ্ম সচিব হিসেবে যথাক্রমে রানা বড়ুয়া জিসাং (কোরিয়া) ও সুমন বড়ুয়া (স্পেন), স্বাস্থ্য ও ক্রীড়া সচিব বিদ্যুৎ বড়ুয়া (যুক্তরাষ্ট্র), যুগ্ম স্বাস্থ্য ও ক্রীড়া সচিব হিসেবে যথাক্রমে সজল বড়ুয়া (ফ্রান্স) ও অশোক বড়ুয়া (স্পেন), পরিকল্পনা ও পরিবেশবিষয়ক সচিব সুপায়ন বড়ুয়া (শারজাহ), পরিকল্পনা ও পরিবেশবিষয়ক যুগ্ম সচিব কিরণ বড়ুয়া (যুক্তরাষ্ট্র), নির্বাহী সদস্য হিসেবে যথাক্রমে অসীম তালুকদার (মধ্যপ্রাচ্য), শেখর বড়ুয়া (ফিলিপাইন), অসীম বড়ুয়া (অস্ট্রিয়া), সুশোভন বড়ুয়া (সিঙ্গাপুর), ধনঞ্জয় বড়ুয়া (ফ্রান্স), অপু বড়ুয়া (স্পেন), দীপংকর বড়ুয়া (তাইওয়ান), সজীব বড়ুয়া (হংকং), অলক বড়ুয়া (ফিলিপাইন), সুজয় বড়ুয়া (অস্ট্রেলিয়া), সসীম বড়ুয়া (মালয়েশিয়া) ও বিদ্যুৎ বড়ুয়া (তাইওয়ান)।

বক্তারা বলেন, বাংলাদেশে হাজার বছরের মেধা ও গৌরব কীর্তির অধিকারী বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় যেন বিভিন্ন দেশে গিয়ে তাদের হাজার বছরের সংস্কৃতিকে হারিয়ে না ফেলে, আত্মীয়তা ও সামাজিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন না হয়, সেই লক্ষ্যে গঠিত হয়, ওয়ার্ল্ড ফেডারেশন অব বাংলাদেশি বুড্ডিস্টস নামের আন্তর্জাতিক সংগঠন। বর্তমানে এ সংগঠনে বিশ্বের ৫টি মহাদেশের প্রায় ৩৫টি দেশে বসবাসরত বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রয়েছে।