বিরল বালিকা
সারাংশ তাহলে এই দাঁড়াল
সব মানুষের মন সুবর্ণ উচাটন হয় না
তোমার হেঁয়ালি কথায়, খসখসে কথায়
আমি না জীবিত, না উজ্জীবিত
এভাবে কে কার বিহনে থাকে বলো!
ঝিমঝিম আঁচ,
সংকেতে কত কথা বলো তুমি
তার কিছুটা জোকস
আজগুবি খেলনার মতো,
তুমি হালকা ছেঁকা দাও এই মনে
গাঢ় সংকল্প ভুলে,
কর্কশ কথা বলো, অদৃশ্য প্রাসাদে
পাঁচ দশমিক মাত্রায়।
বয়স বাড়ে
দৃশ্যত রংধনু নেই আর বসন্তকালে
বহু দূর সমুদ্র পেরিয়ে
তীরে এসে আছড়ে পড়ে ঢেউ,
আমার শৈল্পিক স্বভাব ভেঙেছ তুমি
সমদ্বিবাহু কোণে,
কবিকে আঘাত করার আগে
তোমার একবার ভাবা উচিত ছিল
প্রতিঘাত সহ্য করার ক্ষমতা তোমার আছে কি না।
একটা কথা বলি
মনে রেখো
‘সব প্রেম সফল ধানের গোলা হয় না’
জানি, অসংখ্য অসুখ আজ তোমার মনে
তবুও বলি
তুমি সারা জীবন থাকবে আমার কবিতার
বিরল বালিকা নায়িকা হয়ে।