বাহরাইনে বাংলাদেশ নিয়ে আলোকচিত্রী প্রদর্শনী

বাহরাইনের মানামাতে বাংলাদেশ দূতাবাস ‘Glimpses of Bangladesh’ শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যা আটটায় সেফ মল–এ সাত দিনের এ প্রর্দশনীর সমাপ্তি উপলক্ষে ‘Colours of the East’ আর্ট গ্যালারির সহযোগিতায় দূতাবাস সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে।

এ অনুষ্ঠানে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ নজরুল ইসলাম, বিদেশি কূটনীতিক, বাহরাইনের সরকারী উর্ধ্বতন কর্মকর্তা, লেখক, ট্যুর অপারেটরস, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তি, ব্যবসায়ী, সাংবাদিক, বাংলাদেশ স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রী এবং বাহরাইনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীসহ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত মুহাম্মদ নজরুল ইসলাম অনুষ্ঠানে আসা অতিথিদের সঙ্গে নিয়ে দূতাবাস কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ স্কুল বাহরাইনের শিক্ষার্থীরা বাংলা নববর্ষ ও বাংলা লোকগীতি–সম্পর্কিত দুটি দেশি গানের সঙ্গে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন।

এরপর রাষ্ট্রদূত অতিথিদের সঙ্গে আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। প্রদর্শনীতে বাংলাদেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থানসমূহের এমন সৌন্দর্য্যপূর্ণ ছবি দেখে দেশি-বিদেশি দর্শনার্থীরা মুগ্ধ হন এবং বাংলাদেশ ভ্রমণের জন্য আগ্রহ প্রকাশ করেন।

পরিশেষে রাষ্ট্রদূত অনুষ্ঠানে আসা সব অতিথি, দর্শনার্থী, বাংলাদেশ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ বাংলাদেশ থেকে আসা আলোকচিত্রশিল্পী মোস্তাফিজ মামুন ও আবদুল মমিন এবং তাঁদের দলের সব সদস্যগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।