বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। এ নিয়ে গতকাল বুধবার গণমাধ্যমে প্রচারের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়।
বিবৃতিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী শুরুতেই বাংলায় বলেন, ‘শুভ নববর্ষ।’ তিনি আরও বলেন, ‘বাংলা নববর্ষ উদ্যাপনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাঙালি সম্প্রদায় সবার সঙ্গে তাদের আতিথেয় ঐতিহ্য ভাগাভাগি করে। আমরা এ অসাধারণ সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান করি। আরেকটি কঠিন বছর পর বহুসাংস্কৃতিক উদ্যাপন আমাদের নতুন ভবিষ্যতের আশা ও আত্মবিশ্বাস দেয়। বিশ্বাস ও সংস্কৃতি এভাবে ভাগাভাগি করে নেওয়াটাই বন্ধু, পরিবার ও সমাজকে একত্র করে।’
প্রধানমন্ত্রী স্কট মরিসন তাঁর বাণীতে দেশটিতে বাংলা নববর্ষ উদ্যাপন সমাজের বৈষম্য কমাতে সাহায্য করে বলে উল্লেখ করে সবাইকে সাধুবাদ জানান। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া একটি গ্রহণযোগ্যতা ও অন্তর্ভুক্তির দেশ, যেখানে আমরা নিপীড়ন ও বৈষম্য থেকে মুক্ত আমাদের বিশ্বাস এবং রীতিনীতি অনুশীলন করি। আমরা একটি উন্মুক্ত, মুক্ত ও গ্রহণযোগ্য জাতি, যা পৃথিবীর সবচেয়ে সফল বহুসংস্কৃতির জাতি। নববর্ষ উদ্যাপনের মধ্য দিয়ে আমরা মহামারি এবং কীভাবে এ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, তা প্রতিফলিত করি। আমরা একটি জাতি হিসেবে আমাদের শক্তির জন্য ধন্যবাদ জানাই ও আরও ভালো সময়ের এবং প্রিয়জনের সঙ্গে পুনরায় সংযোগের জন্য অপেক্ষা করি। এই নববর্ষ আপনার এবং আপনার পরিবারের জন্য শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ নিয়ে আসুক।’
এ ছাড়া দেশটির অভিবাসন, নাগরিকত্ব, অভিবাসী পরিষেবা এবং বহুসংস্কৃতি–বিষয়ক মন্ত্রী অ্যালেক্স হাকও পৃথক এক বার্তায় বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।