বাংলায় গান গেয়ে সবার মন জয় করলেন কেনিয়ান শিল্পী

বাংলাদেশ হাইকমিশন, কেনিয়ার উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল বাংলা নববর্ষ ও রবীন্দ্রজয়ন্তী। প্রতিবছরই অনেক আনন্দের সঙ্গে বাংলা নববর্ষ উদ্‌যাপন হতো। কিন্তু  করোনার কারণে গেল দুই বছর কোনো অনুষ্ঠান উদ্‌যাপিত হয়নি। এ বছর করোনার বিধিনিষেধ শিথিল হওয়ায় পবিত্র রমজানের কারণে নববর্ষের অনুষ্ঠান পিছিয়ে তা করা হলো ৮ মে।

কেনিয়ার বসবাসরত বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দূতাবাসের সুব্যবস্থাপনায় অনুষ্ঠানটি খুবই উপভোগ্য হয়েছিল। রং-বেরংয়ের দেশীয় পোশাক পরা ছোট্ট শিশুদের ফ্যাশন-শো, নাচ, গান ও কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বড়দের পরিবেশনাগুলোও ছিল আকর্ষণীয়। পল্লিগীতি, নজরুলগীতি, রবীন্দ্রসংগীত আধুনিক গানের পাশাপাশি কবিতা পাঠ, কৌতুক অভিনয়ও ছিল।

দিনের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল কেনিয়ান শিল্পীর বাংলা লোকসংগীত পরিবেশনা। বাংলায় গান গেয়ে সবার মন জয় করলেন কেনিয়ান শিল্পী।

নারী শিল্পীদের পরনে ছিল লাল সবুজের শাড়ি ও ছেলে শিল্পীদের পরনে ছিল বাংলাদেশের পাঞ্জাবি।

তাঁরা একে একে পাঁচটি জনপ্রিয় লোকসংগীতের অংশ বিশেষ গেয়ে শোনান। প্রতিটি গানের শব্দচয়ন ও সুর ছিল প্রায় নিখুঁত! সবাই তাঁদের এ বাংলা লোকসংগীত পরিবেশনের দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।

কেনিয়ান শিল্পীরাও দর্শকদের আনন্দ দেখে বিমোহিত হয়ে যান। পরিশেষে দূতাবাস কর্তৃক আয়োজিত মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।