বাংলাদেশে হিন্দুদের ওপর হামলায় প্রতিবাদ সমাবেশ সিডনিতে

প্রতিবাদ সমাবেশের একাংশ
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিপ্রবাসী হিন্দু সম্প্রদায়ের বাংলাদেশিরা এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি নৃশংসতার দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৯-দফা দাবি নিয়ে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে স্ট্যান্ড ফর রিলিজিয়াস মিনোরিটিজ ইন বাংলাদেশ। গতকাল রোববার সিডনির হাইড পার্কের আর্চিবল্ড ফাউন্টেনের সামনে দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত এ প্রতিবাদ সভা হয়।

বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির-পূজামণ্ডপ, বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এ সমাবেশে। সভার স্লোগান ছিল, ‘বাংলাদেশে নৃশংসতা বন্ধ কর’। সমাবেশে সম্প্রতি সাম্প্রদায়িক হামলায় নিহত এবং মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রতিবাদ সমাবেশে উপস্থিত সবাই বিভিন্ন ব্যানারে নিজেদের দাবি তুলে ধরেন। সেখানে লেখা ছিল, ‘হিন্দু বাঁচাও, হিন্দুদের জীবনের মূল্য রয়েছে, হিন্দুদের মানবাধিকার ফিরিয়ে দাও’।

প্রতিবাদ সমাবেশে অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন দেশটির সাবেক মন্ত্রী লরি ফার্গুসন, কলামিস্ট অজয় দাশগুপ্ত, প্যারামাটা কাউন্সিলের লেবার দলীয় নেতা দুর্গা ওয়েন, সাবেক কাউন্সিলর প্রবীর মৈত্র, লোকনাথ ব্রহ্মচারী মিশন সিডনির পরমেশ ভট্টাচার্য এবং ক্যাম্বারল্যান্ড কাউন্সিলের কাউন্সিলর সুমন সাহা। এ ছাড়া বিভিন্ন সম্প্রদায়ের ২৬টি সংগঠনের প্রতিনিধি, রাজনীতিবিদসহ আরও অনেকে অংশগ্রহণ করেন।