বরফের জার্মানি, জার্মানির বরফ

তুষারপাতে বিপর্যস্ত জার্মানির শহর থেকে শহরতলি। গেল চার বছরে এমন তুষারপাত দেখেনি জার্মানরা। জার্মানির ফ্রাইবুর্গ শহরের অনেকেই এই তুষারপাত ঘরে বসে বেশ উপভোগও করেছেন। কেউ কেউ হা-হুতাশ করেছেন লকডাউনের কারণে বরফের চাদরে স্কি খেলতে না পেরে! জার্মানির ফ্রাইবুর্গ শহর থেকে তুষারপাতের ছবি তুলেছেন প্রবাসী দম্পতি নাহিদ হাসান সুমনমারুফা সুলতানা

১ / ৬
সকাল বেলায় ঘুম ভেঙে সবাই অবাক! এমন তুষারপাত গত চার বছরে হয়নি
২ / ৬
গাছের ডালে ডালে শুধু বরফ। এ যেন এক ‘বরফগাছ’
৩ / ৬
বরফের চাদরে ঢেকে গেছে শহরের প্রায় সব রাস্তা। সাপ্তাহিক ছুটির দিনেও সকালে পরিচ্ছন্নতাকর্মী এসেছেন রাস্তার বরফ পরিষ্কার করতে
৪ / ৬
থেমে থাকা গাড়িগুলোর ওপর জমেছে বরফের আস্তর
৫ / ৬
এমন তুষারপাতের মধ্যেই সূর্যের উঁকি-ঝুঁকি। তৈরি করেছে অপার্থিব সৌন্দর্য
৬ / ৬
সন্ধ্যা নামতেই বরফের শুভ্রতায় ছেয়ে যায় চারদিক