বঙ্গবন্ধুর সাহসী নেতৃত্ব ধারণের আহ্বান

ইন্টারন্যাশনাল স্কুল অব জেনেভায় বক্তব্য দিচ্ছেন মো. শামীম আহসান
ইন্টারন্যাশনাল স্কুল অব জেনেভায় বক্তব্য দিচ্ছেন মো. শামীম আহসান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে যথাযথ মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়েছে। জেনেভার জাতিসংঘে দপ্তরে স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান দূতাবাস প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

সন্ধ্যায় দূতাবাস প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও অন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। এরপর বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। দূতাবাসের কর্মকর্তারা বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কবিতা আবৃত্তি করেন। এ ছাড়া বঙ্গবন্ধুর জীবনী নিয়ে তৈরি একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সবশেষে এক বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ স্থায়ী মিশনের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। জেনেভা ও আশপাশ শহরে বসবাসরত শিশু-কিশোররা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

ইন্টারন্যাশনাল স্কুল অব জেনেভায় তাৎক্ষণিক কবিতা ও প্রবন্ধ রচনা এবং গ্রাফিক উপস্থাপনা
ইন্টারন্যাশনাল স্কুল অব জেনেভায় তাৎক্ষণিক কবিতা ও প্রবন্ধ রচনা এবং গ্রাফিক উপস্থাপনা

রাষ্ট্রদূত আহসান তাঁর বক্তব্যে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পথপরিক্রমায় বিভিন্ন সংগ্রামে বঙ্গবন্ধুর বিচক্ষণ নেতৃত্বের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গঠনে তাঁর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তিনি প্রবাসী বাংলাদেশিদের কাছে তুলে ধরেন। শিশু-কিশোরদের ভবিষ্যৎ জাতি গঠনের কারিগর হিসেবে অভিহিত করে রাষ্ট্রদূত শিশু-কিশোরদের উন্নয়নে জাতির পিতার অসামান্য অবদানের কথা ব্যক্ত করেন। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের এবারের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন’-এর মর্মার্থ তুলে ধরে রাষ্ট্রদূত শিশু-কিশোরদের কল্যাণে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন।

দিবসটি উপলক্ষে শিশু-কিশোরদের জন্য এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাষ্ট্রদূত আহসান প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে আলোচনা সভা
জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে আলোচনা সভা

এ ছাড়া জাতির জনকের আদর্শ ও শিশু-কিশোরদের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদানকে বিভিন্ন দেশের শিশু-কিশোরদের মধ্যে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ স্থায়ী মিশনের উদ্যোগে জেনেভার সুপরিচিত ইন্টারন্যাশনাল স্কুল অব জেনেভাতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে। তারা বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতিসহ বাঙালি জাতির মুক্তিসংগ্রামে বঙ্গবন্ধুর অসামান্য নেতৃত্ব ও অবদানকে ধারণ করে তাৎক্ষণিক কবিতা ও প্রবন্ধ রচনা এবং গ্রাফিক উপস্থাপনা করে।

এখানে রাষ্ট্রদূত আহসান তাঁর বক্তব্যে শিশু-কিশোরদের বঙ্গবন্ধুর সাহসী নেতৃত্ব ও অসাধারণ মানবিক গুণাবলি ধারণ করে আগামীর বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করার আহ্বান জানান। পরে তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশি-বিদেশি শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি