বঙ্গবন্ধুর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ফিলিপাইনের চলচিত্র উৎসবে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র ২২ থেকে ২৪ আগস্ট প্রদর্শিত হবে ফিলিপাইনে। কালচারাল সেন্টার অব ফিলিপাইন ও ফিলিপাইনের সিনেমালয় ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘১৭তম সিনেমালয় ফিলিপাইন চলচ্চিত্র উৎসব’-এর অংশ হিসেবে এই প্রামাণ্যচিত্র দেখানো হবে।
বাংলাদেশের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক নির্মিত প্রামাণ্যচিত্রটির নাম ‘Bangabandhu: Forevr In Our Hearts’। ম্যানিলাস্থ বাংলাদেশ দূতাবাসের মুজিব বর্ষের কার্যক্রমের অংশ হিসেবে ফিলিপাইনের সেন্ট বেনিল বিশ্ববিদ্যালয়ের ডিজাইন ফাউন্ডেশন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক টিমোথি ডাকানেয় এবং তাঁর দল প্রামাণ্যচিত্রটি ফিলিপিনো ভাষায় রূপান্তর করে। ফিলিপিনো ভাষায় প্রামাণ্যচিত্রটির শিরোনাম হচ্ছে ‘Bangabandhu: Nasa Puso Natin Magpakailaman’। উৎসবে Allied Screening বিভাগে বাংলাদেশের এ প্রামাণ্যচিত্রের পাশাপাশি জাপান ও মেক্সিকোর দুটি পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র প্রদর্শিত হবে।
মাসব্যাপী আয়োজিত এ চলচ্চিত্র উৎসব অনলাইন প্ল্যাটফর্মে ৬ আগস্ট শুরু হয়। চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী দর্শক https://cinemalaya.org/events/allied-screenings-bangladesh-bangabandhu-forver-in-our-hearts/ লিংকে গিয়ে প্রামাণ্যচিত্রটি উপভোগ করতে পারবেন। বিজ্ঞপ্তি