ফ্রাঙ্কফুর্টে ৭৩তম বিশ্বের সর্ববৃহৎ বইমেলা শুরু

ফ্রাঙ্কফুর্ট বইমেলা আজ থেকে শুরু হয়েছে। ‘Re: connect’ নীতিমালা শিরোনামে শুরু হয়েছে বইমেলা। তবে মানতে হবে স্বাস্থ্যবিধি। বিশ্বজুড়ে শিল্প ও সাহিত্য অনুরাগীরা এ মেলায় পুনর্মিলনী উদ্‌যাপন করছেন। প্রদর্শনী হল, অতিথি কান্ট্রি প্যাভিলিয়ন, অসংখ্য ইভেন্ট এবং সর্বোপরি ব্যক্তিগত সাক্ষাতের মিলনমেলা। বিস্তৃত ডিজিটাল প্রোগ্রামও রয়েছে।

ফ্রাঙ্কফুর্ট বইমেলা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে। মহামারির কারণে মেলাটি স্বাভাবিকের চেয়ে ছোট হচ্ছে। শুক্রবার বিকেল থেকে জনসাধারণের জন্য মেলাও খোলা থাকবে।

উদ্বোধনী বক্তৃতায় জার্মান সংস্কৃতি প্রতিমন্ত্রী মনিকা গ্রোটার্স সৃজনশীলতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বই শিল্পের লেখক, প্রকাশক ও অন্যান্য সৃজনশীল মানুষ মহামারির পরিণতি কতটা ভোগ করেছেন, তা সম্পর্কে তিনি সচেতন। তিনি আরও আশা করেন, বইমেলা ২০২১–এর সঙ্গে অনেক ব্যক্তিগত ও উদ্যোক্তার সাফল্যের গল্প আছে, যেখানে তাঁদের শুরু বা তাঁদের ধারাবাহিকতা খুঁজে পাবেন। এবারের মেলায় বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ। উদ্বোধনী অনুষ্ঠানে একান্ত আলোচনায় মন্ত্রী মেলার বিশেষ অতিথি দেশ কানাডার উপমন্ত্রীকে বাংলাদেশে আমন্ত্রণ জানান।

প্রতিমন্ত্রীও কে এম খালেদকে কানাডায় আমন্ত্রণ জানান। দুই মন্ত্রী দ্বিপক্ষীয় উন্নয়নমূলক আলোচনা করেন। পরে বাংলাদেশ স্টল বা বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জার্মানিতে নিযুক্ত বাণিজ্যিক কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, কবি ও লেখক একুশে পদকপ্রাপ্ত নাজমুন নেসা পিয়ারী ও জার্মান বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান লিটন।