ফোবানা সম্মেলন কমিটির সভা ও নৈশভোজ

ফোবানা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যরা
ফোবানা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যরা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলনের স্বাগতিক কমিটির উদ্যোগে এক নৈশভোজ ও সভা (ডিনার পার্টি) অনুষ্ঠিত হয়েছে। ২০১৬ সালে ওয়াশিংটনে ৩০তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্প্রতি ওয়াশিংটনের একটি হোটেলে ফোবানার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নাহিদ চৌধুরীর সম্মানে এই নৈশভোজ ও সভার আয়োজন করা হয়। তার সঙ্গে উপস্থিত ছিলেন সেন্ট্রাল কমিটির সদস্য মীর চৌধুরী।

নৈশভোজে মোহাম্মদ আলমগীর, এ টি এম আলম, নুরুল আমীন, নাইম রহমান, আবু রুমি, আকতার হোসাইন, বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ড. আনোয়ারুল করিম, ইনারা ইসলাম, ড. গোলাম ফরিদ আকতার, সাদেক খান, আলাউদ্দীন আহমেদ, আবির আলমগীর, ড. ফায়জুল ইসলাম, হারুন চৌধুরী, ও আমর ইসলামসহ আরও অনেকে যোগ দেন।
সভায় আসন্ন ৩০তম ফোবানা সম্মেলনের অগ্রগতি ও প্রস্তুতি সম্পর্কে ফোবানা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নাহিদ চৌধুরীকে অবহিত ও নানা বিষয় নিয়ে খোলামেলা আলাপ আলোচনা অনুষ্ঠিত হয়।