ফিলিস্তিনের জনগণের জন্য আর্থিক অনুদান দিল জিএমসিএ
গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন (জিএমসিএ) ইউকের উদ্যোগে ফিলিস্তিনের জনগণকে সহযোগিতার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়েছে। বর্তমান জিএমসিএর চেয়ারম্যান এস এম ফয়সাল কবির নিক্সনের উদ্যোগে গত বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে সমিতির পক্ষে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের অ্যাম্বাসেডর ইউসেফ এসওয়াই রামাদানের হাতে এ অনুদানের অর্থ তুলে দেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা তারেক জুয়েল ও গাউছিয়া মাইজভান্ডারি হাবিবিয়া কমিটি এবং ট্রাস্টের কো–চেয়ারপারসন ছৈয়দা মাশরুফা বাশার।
ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে অবস্থিত গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোশিয়েশন চট্টগ্রামবাসীদের একটি অলাভজনক ও সমাজসেবামূলক সংগঠন। সংগঠনটি ম্যানচেস্টার শহরে বর্তমান চেয়ারম্যান এস এম ফয়সাল কবির নিক্সনের উদ্যোগে সব সক্রিয় সদস্যের অংশগ্রহণে চট্টগ্রামের ঐহিত্যবাহী মেজবানের আয়োজন করে বেশ সাড়া ফেলেছে। তা ছাড়া এই অ্যাসোসিয়েশন সব সময়ই দুস্থ মানুষের কল্যাণে কাজ করে। এরই অংশ হিসেবে গত রমজান মাসে চট্টগ্রামের ৩৫০ পরিবারকে খাদ্যসহায়তা দেওয়া হয়। এরপর ফিলিস্তিনের দুর্গত মানুষদের জন্য আর্থিক সহায়তা দিল গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন–ইউকে।
অনুদানের অর্থ গ্রহণের পর ফিলিস্তিনের অ্যাম্বাসেডর ইউসেফ এস ওয়াই রামাদান বলেন, বাংলাদেশর সঙ্গে ফিলিস্তিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সুদীর্ঘ ইতিহাস রয়েছে।
বাংলাদেশ ও বাংলাদেশের জনগণ সব সময়ই স্বাধীন ফিলিস্তিনকে সমর্থন ও সহযোগিতা করে। আর ফিলিস্তিনের জনগণও বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। দুই দেশের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে।