ফিলিপাইনে জাতির জনকের ১০২তম জন্মবার্ষিকী পালিত

ছবি: দূতাবাসের সৌজন্য

বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা ও আনন্দমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে ফিলিপাইনের বাংলাদেশ দূতাবাসে ১৭ মার্চ  পালন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২। দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে শিশু-কিশোরদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে বাংলাদেশ হাউসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর দূতাবাস মিলনায়তনে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে দুপুরের অনুষ্ঠানের সূচনা হয়। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এফ এম বোরহান উদ্দিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়।

এরপর অনুষ্ঠানে উপস্থিত শিশু-কিশোর ও অতিথিদের রাষ্ট্রদূত বোরহান উদ্দিন শুভেচ্ছা জানান। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে শিশু-কিশোরদের আন্তরিক অভিনন্দন জানান। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব ও কৈশোরের উল্লেখযোগ্য ঘটনা উল্লেখ করে তাঁর অসীম সাহসিকতা, নেতৃত্ব ও অন্যান্য গুণাবলি উপস্থিত শিশু-কিশোরদের সামনে তুলে ধরেন তিনি।

ছবি: দূতাবাসের সৌজন্য

রাষ্ট্রদূতের বক্তব্য শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ প্রদর্শন করা হয়। পরে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত উপস্থিত শিশুদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন। সব শেষে শিশুদের সঙ্গে কেক কাটা ও সবাইকে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি